ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হেয়ার কেয়ার এ্যান্ড স্টাইল

প্রকাশিত: ০৭:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

হেয়ার কেয়ার এ্যান্ড স্টাইল

হেয়ার কেয়ার- রুক্ষ চুল, নিস্তেজ চুল, পাকা চুল উঁকি মারছে? চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যায় রীতিমতো জেরবার? তাই নিয়ে বিশেষ আলোচনা। * খুশকি থেকে মুক্তি- খুশকি থেকে বাঁচতে এবং খুশকিমুক্ত চুলের জন্য কি কি সাবধানতা অবলম্বন করবেন। ঘরে বসে একটু পরিচর্যার মাধ্যমেই আপনি পেতে পারেন খুশকিমুক্ত ঝরঝরে স্বাস্থ্যোজ্জ্বল চুল। * শ্যাম্পু করার ঠিক পদ্ধতি- চুলের জৌলুস বাড়াতে শ্যাম্পু এবং কন্ডিশনার মাস্ট। নিজের চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। জেনে নিন শ্যাম্পু করার ঠিক পদ্ধতি * উঁকুনের সমস্যা- উঁকুন চুলের সৌন্দর্যও নষ্ট করে। উঁকুনের কারণে জ্বর, এ্যানিমিয়া হতে পারে। এর থেকে পরিত্রাণের জন্য কি করবেন, তা জেনে নিন। * চুল উঠে যাচ্ছে- আজকাল সকলেরই বেশি বেশি চুল উঠছে কেন? এই সমস্যা যুবক-যুবতী থেকে বয়স্কদেরও আতঙ্কিত করে তুলছে। চুল পড়ে কেন? এর অনেক কারণ আছে, জেনে নিন। * চুল পড়ার সঙ্গে না লড়ে তার কারণগুলোর বিরুদ্ধে লড়ুন- সত্যিই চুলপড়া মানুষজনকে কি ই না উত্তাল করে তোলে। প্রায়ই চুলপড়ার সঙ্গে লড়তে সবাই কত কি সমাধানের আশ্রয় নেন। জেনে নিন কি ধরনের পরিচর্যার পাবেন সুস্থ মাথার ত্বক, আর মজবুত, স্বাস্থ্যোজ্জ্বল চুল। * লুক চেঞ্জ- কোন মুখে কেমন স্টাইল বা হেয়ার কাট মানাবে * এক ঢাল কালো চুলের রহস্য-মেয়েদের সৌন্দর্যের অন্যতম উপাদান হলো এক ঢাল কালো চুল। রেশমি, মসৃণ চুলের রহস্য ভেদ করার জন্য রইল কিছু পরামর্শ। যুগ এখন সোজা চুলের। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন মেয়েরা শুধু লম্বাই নয়, কোঁকরানো চুলকে রিবল্ডিং করার মাধ্যমে সোজা করছে। অনুজ্জ্বল ও শুষ্ক চুলকে নিমেষেই করে তুলতে পারেন স্ট্রেইট, সিল্কি এবং উজ্জ্বল * রিবল্ডিংয়ের পরে চুলের যতœ- চুল রিবল্ডিং করলে বাড়তি কিছু যতœ প্রয়োজন। তা না হলে ক্ষতি যেমন হতে পারে, আবার সৌন্দর্যটাও ম্লান হতে পারে। * গরমে চুলের যতœ- নিয়মিত চুলের যতœ, ট্রিটমেন্ট এবং যথাযথ ডায়েটে গরমে চুলের সমস্যা থেকে সহজে রেহাই আর ঝরঝরে চুল পাওয়ার সহজ উপায় * চুলের প্রোটিন ট্রিটমেন্ট- অতিরিক্ত ধুলো-ময়লা, ঘাম, খুশকির কারণে চুলে প্রকট সমস্যা দেখা দেয়। এর ফলে চুলের আগা ফেটে যায়, চুল ওঠতে শুরু করে এবং চুল হয়ে যায় উষ্কখুষ্ক। চুলের এ ধরনের সমস্যায় প্রোটিন ট্রিটমেন্ট খুব উপকারে আসে * রঙিন চুলের যতœ- হেয়ার কালার শুধু লুকই বদলে দেয় না, চুলে একটা গ্লো ও সাইনও এনে দেয়। কালার করার পরও কিভাবে চুলের জৌলুস বজায় রাখবেন, জেনে নিন ভাল রাখার বিশেষ উপায়। মেকআপ : মেকআপ ট্রিকস- মর্নিং মেকআপ, ইভিনিং মেকআপ। কোন ত্বকে কি রকম মেকআপ, খুঁত ঢাকতে মেকআপ, সারাদিনের মেকআপ নিয়ে সহজ কিছু পরামর্শ। * ডে টু নাইট মেকআপ- সব সময় মেকআপ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এবার সেটা পার্টি মেকআপ হোক কিংবা প্রতিদিনের সাজই হোক, জেনে নিন হালের কয়েকটি মেকআপের কৌশল * সাজের সঠিক কৌশল- কিভাবে মেকআপের ব্যালেন্স বজায় রাখা যায় জেনে নিন। * ফাইন টাচ- সুন্দর মেকআপের মূল কথাই হলো প্রতিটি অংশের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় রাখা * দীর্ঘস্থায়ী মেকআপ- মেকআপ কিভাবে দীর্ঘস্থায়ী করা যায় তার সঠিক কৌশল জানুন। * ওয়াটার গ্রুফ মেকআপ- বর্ষার সময় বৃষ্টির ছটায় কিংবা ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘেমে নষ্ট হয়ে যেতে পারে আপনার মেকআপ। তাই মেকআপ নিতে হবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ প্রোডাক্ট দিয়ে। এতে দীর্ঘ সময় ধরে ভাল রাখা যায় মেকআপ। * মিনারেল মেকআপ- গরমে ত্বকের জন্য উপযুক্ত হালকা ও ফ্রেশ মিনারেল মেকআপ * মেকআপ মিথস- ব্লাশার, আইলাইনার, লিপগ্লস, লিপস্টিক-ব্যবহার করার বিশেষ টিপস * মনসুন মেকআপ- ভারি মেকআপের চেয়ে হালকা মেকআপই বর্ষার সময়ের জন্য উপযুক্ত * শীতে সাজুন সানন্দে- শীতকালটা সাজগোজের জন্য আরামদায়ক ঋতু। এ সময়ে আবহাওয়া ঠা-া থাকে বলে স্বস্তিমত মেকআপ করা যায়। ত্বকের শুষ্কতাই এই ঋতুর প্রধান সমস্যা। এই বিষয়টা মাথায় রেখেই করতে হবে রূপ সজ্জা। ছবি : আরিফ আহমেদ মডেল : রোমানা
×