ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হলে আলোকিত মানুষ প্রয়োজন ॥ নূর

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ জানুয়ারি ২০১৬

সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে হলে আলোকিত মানুষ প্রয়োজন ॥ নূর

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৯ জানুয়ারি ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, অন্ধকারের শক্তি বারবার আমাদের ওপর আঘাত হানছে। ধর্মান্তরিত শক্তি, সাম্প্রদায়িক শক্তি আঘাত হানছে। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে, জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে, ওই শক্তিকে পরাহুত করতে হলে শুধু রাজনীতি দিয়ে হবে না। আলোকিত মানুষ লাগবে। আলোকিত মানুষ তৈরি করতে হলে জ্ঞানী হতে হবে, শিক্ষিত হতে হবে। প্রকৃত অর্থে শিক্ষার্থী হতে হবে, পরীক্ষার্থী হলে চলবে না। তিনি শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কবি, সাহিত্যিক, গীতিকার ও সুরকার এবং মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’র স্রষ্টা অতুল প্রসাদ সেনের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক রামচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পীকার কর্নেল (অব) শওকত আলী এমপি, নাহিম রাজ্জাক এমপি, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অধ্যক্ষ সুলতান মাহমুদ (সীমন), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সি, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
×