ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খালেদা ও তারেককে খুশি করতে বঙ্গবন্ধুর নামে বিষোদগার ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:১৪, ৩০ জানুয়ারি ২০১৬

খালেদা ও তারেককে  খুশি করতে  বঙ্গবন্ধুর নামে  বিষোদগার ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৯ জানুয়ারি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশি করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিষোদগার করছে বিএনপির নেতারা। সামনে আওয়ামী লীগের কাউন্সিল। আওয়ামী লীগের কাউন্সিল ঘোষণার পর মার্চ মাসে বিএনপিও কাউন্সিলের ঘোষণা দিয়েছে, ভাল কথা। বিএনপিতে কাউন্সিলকে সামনে রেখে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশি করার একটা প্রতিযোগিতা চলছে। কাউন্সিলের পদপদবী পেতেই এমন আচরণ করছে বিএনপি নেতারা। তারা জানে যে, বেগম জিয়া খুশি হবেন, তারেক জিয়া খুশি হবেন সেজন্য সম্মেলনকে সামনে রেখে এই প্রতিযোগিতা চলছে। শুক্রবার দুপুর ১২টায় নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ৫ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে ৬০৫ মিটার লম্বা ও ৪৮ ফুট প্রশস্ত চার লেন ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের চৌমুহনী বাজার অংশে রিজিড পেভমেন্ট দ্বারা নির্মিত সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিক টিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওবায়দুল কাদের আরও বলেন, যতদূর জানি ফেব্রুয়ারিতে প্রথম দফায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন হবে মার্চে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন হলেও কোন দলীয় প্রভাব থাকবেনা বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি তাই বলছি, তফসিল হলে বলতাম না- এমন আবদারের সুরে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন মন্ত্রী।
×