ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে

প্রকাশিত: ০৬:১৬, ২৮ জানুয়ারি ২০১৬

চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে

চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ (লিউঝু, সানিয়া ও কিনগাইহু) বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বুধবার চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে। চীনা নৌবাহিনীর সাউথ সী ফ্লীটের ডেপুটি চীফ, রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং জাহাজ তিনটির সঙ্গে উর্ধতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন। সফরকারী জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বানৌজা ‘ঈসাখান’ এর অধিনায়ক কমোডর এম রাশেদ আলী তাদের স্বাগত জানান। বাংলাদেশে অবস্থানকালীন সফররত জাহাজ তিনটির উর্ধতন কর্মকর্তা রিয়ার এডমিরাল ইউ মানজিয়াং এবং অধিনায়কগণ কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল আখতার হাবীব ও কমান্ডার বিএন ফ্লীট, রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। জাহাজ তিনটির এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা যায়। -আইএসপিআর শনির আখড়া এলাকার বিকল ৯৭৫ টেলিফোন শীঘ্রই সচল হবে রাজধানীর যাত্রাবাড়ী টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন শনির আখড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি রাতে ২৪০০ জোড়ার ভূগভের প্রাইমারী কেবল চুরি হওয়ায় শনির আখড়া ও সংলগ্ন কয়েকটি এলাকায় প্রায় ৯৭৫ টেলিফোন বিকল হয়ে পড়েছে। কেবল চুরির কারণে সাইন বোর্ড, তুষারধারা, গিরিধারা, ভুইগড়, সাদ্দাম মার্কেট, মেডিক্যাল রোড, শহীদনগর, মুজাহিদনগর, হাবিবনগর, রায়েরবাগ, খানকা শরীফ, মদিনাবাগ, মেরাজ নগর, মোহাম্মদ নাগ, স্মৃতিধারা, জনতা বাগ, শনির আখড়া, মুসলিম নগর, ইনু পট্টি মাদ্রাসা বাজার, হাসেম রোড এলাকার গ্রাহকগণ টেলিফোন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।-বিজ্ঞপ্তি
×