ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা ॥ প্রাণনাশের হুমকি ধর্ষকের

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ জানুয়ারি ২০১৬

পটিয়ায় প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা ॥ প্রাণনাশের হুমকি ধর্ষকের

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ জানুয়ারি ॥ চট্টগ্রামের পটিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবতী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষক পৌর সদরের সুচক্রদ-ী গ্রামের আদিনাথ দের পুত্র পিয়াল দেসহ সহযোগীরা পলাতক রয়েছে। ধর্ষিতা বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর পটিয়া থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু প্রভাবশালীদের ইন্ধনে ঘটনাটি ধামাচাপা দিতে একটি গোষ্ঠী তৎপর হয়ে ওঠে। জানা গেছে, পৌর সদরের ২নং ওয়ার্ডের সুচক্রদ-ী গ্রামের আদিনাথ দের লম্পট পুত্র পিয়াল দেসহ ছয়জন বিভিন্ন সময় বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। ধর্ষিতার পিতা অসুস্থ হওয়ায় মা প্রতিদিন কাজের খোঁজে বাইরে যান। এই সুযোগে বুদ্ধিপ্রতিবন্ধী ১৭ বছরের যুবতীকে বিভিন্ন সময় পিয়াল ও তার সহযোগীরা ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষিতার মা মেয়ের শারীরিক পরিবর্তন দেখে গত ৬ ডিসেম্বর প্রস্রাব পরীক্ষার মাধ্যমে তার মেয়ে ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে প্রমাণ পান। এরপর গত ২৩ ডিসেম্বর মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনকে জানালে তাদের সুপারিশক্রমে লিগ্যাল এইডের সহযোগিতায় গত ৪ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষিতার মা বাদী হয়ে ইমন দে, জনি দে, সুজন দে, সজীব দে ও নয়ন দের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আগে ও মামলা দায়েরের পর ইমন দের পিতা শংকর দে ধর্ষিতার মাকে প্রাণনাশের হুমকি দিয়ে গর্ভপাত করার চাপ সৃষ্টি করে। এজন্য মোটা অঙ্কের টাকারও প্রলোভন দেখানো হয়। ধর্ষিতার মা জানিয়েছেন, ধর্ষক ও তার সহযোগীদের হুমকির কারণে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সমঝোতা বৈঠকের এক প্রতিনিধি জানিয়েছেন, সুজন, নয়ন ও সজীব জড়িত নয়। পিয়াল, ইমন ও জনি সরাসরি জড়িত বলে তারা বৈঠকে ধর্ষণের কথা স্বীকারও করেছে। তাদের মধ্যে জনি বিয়ে করার সম্মতিসহ ধর্ষিতাকে চার লাখ টাকা এফডিআর করার প্রতিশ্রুতি দেয়। জনি আনোয়ারা উপজেলার পড়ৈকোরা গ্রামের রতন দের পুত্র।
×