ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবকাঠামো দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তাই কি বিনিয়োগ না আসার কারণ?

প্রকাশিত: ০৫:২১, ২৫ জানুয়ারি ২০১৬

অবকাঠামো দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তাই কি বিনিয়োগ না আসার কারণ?

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের অর্থনীতিতে এখন দেশী-বিদেশী বিনিয়োগের জন্য অনুকূল হাওয়া বইছে। অর্থনীতির সব সূচকই এখন উর্ধমুখী। রাজনৈতিক অস্থিরতার শঙ্কা মাঝে মধ্যেই প্রকট হয়ে উঠলেও, শেষ পর্যন্ত তা আবার মিলিয়ে যায়। ফলে সম্ভাবনা সত্ত্বেও কাক্সিক্ষত বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ১৫২ কোটি ডলার। বিভিন্ন নীতি ও পরিকল্পনার পরও কাক্সিক্ষত মাত্রায় বৈদেশিক বিনিয়োগ আসছে না কেন? এ প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলছিলেন অবকাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তার কথা। এ দুটিই বিনিয়োগ না আসার বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে। তাছাড়া নিষ্কণ্টক জমি পাওয়া, বিশেষ করে এখন গ্যাসের সংযোগের অপ্রতুলতা রয়েছে, প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে না পারা এসব রয়েছে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট না হওয়ার কারণ হিসেবে। সিপিডি বলছে, বর্তমানে দেশে স্থানীয় বিনিয়োগ জিডিপির ২১ ভাগের সমপরিমাণ এবং বিদেশী বিনিয়োগ আট মিলিয়ন ডলার যেটা বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ও প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় মানুষের মাথাপিছু আয় ১৩০০ ডলার।
×