ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ঈগল গিটারিস্ট গ্লেন ফ্রেই

প্রকাশিত: ০৭:১৪, ২৩ জানুয়ারি ২০১৬

চলে গেলেন ঈগল গিটারিস্ট গ্লেন ফ্রেই

সংস্কৃতি ডেস্ক ॥ পশ্চিমা বিনোদন জগতের জন্য ২০১৬ সালের জানুয়ারি অনেকটাই বিচ্ছেদের। ডেভিড বোয়ে, এ্যালান রিকম্যানের পর পৃথিবীকে বিদায় জানালেন পশ্চিমা সঙ্গীতের অন্যতম সংযোজন ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ গানের জাদুকরি গিটারিস্ট, ঈগলসের প্রতিষ্ঠাতা গ্লেন ফ্রেই। ৬৭ বছর বয়সে শারীরিক জটিলতার কাছে হার মেনে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ ছাড়াও ‘টেইক ইট ইজি’, টাকিলা সানরাইজ’, ‘ডেসপারাডো’- এমন অসংখ্য অনবদ্য গানের স্রষ্টা ছিলেন গ্লেন। আশির দশকে ব্যান্ডটি ভেঙ্গে গেলেও ১৯৯৪ সালে এক পুনর্মিলনীর মাধ্যমে ব্যান্ডটি ফিরে আসে লাইভ কনসার্টে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ব্যান্ডটির সঙ্গে লাইভ ট্যুর করছিলেন গ্লেন। রক সঙ্গীতে অবদানের জন্য রক এ্যান্ড রোল হল অফ ফেইমে ঠাঁই পেয়েছেন গ্লেন। ছয়টি গ্র্যামিসহ অসংখ্য পুরস্কার আছে গ্লেন এবং ঈগলসের ঝুলিতে। গিটার সোলোর মোহনীয় সুরে মাতিয়ে রাখা গ্লেন ফ্রেই বেশ কয়েক সপ্তাহ ধরেই রিউমাটয়েড আর্থারাইটিস, এ্যাকিউট ইউলক্রেটিভ কলাইটিস এবং নিউমোনিয়ার প্রকোপে ভুগছিলেন। ঈগলস ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে মঙ্গলবার গ্লেনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ওয়েবসাইটে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গ্লেন ফ্রেইয়ের মৃত্যু সংবাদটি আমাদের দিতে হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত সে লড়াইয়ে হেরে গেছেন তিনি। বিশ্বজুড়ে প্রায় ১৫ কোটি কপি এ্যালবাম বিক্রি করে অভাবনীয় খ্যাতি পেয়েছিল রক ঘরানার এই ব্যান্ডটি। তবে সোলো ক্যারিয়ারেও গ্লেন ছিলেন অনবদ্য। দীর্ঘদিনের বন্ধু সঙ্গীতশিল্পী এবং অভিনেতা স্টিভ মার্টিন জানান, জীবনের শুরুর সময়ে আমার দীর্ঘদিনের বন্ধু, ঈগলসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ফ্রেই আর নেই। আমরা তোমাকে ভালবাসতাম গ্লেন। রক এ্যান্ড রোল এবং জ্যাজ সঙ্গীতের এক দুর্দান্ত সন্নিবেশ ঘটিয়ে রক ধাঁচের গানে ঈগলস এনেছিল এক নতুন বিপ্লব। সত্তরের দশকে রক আইকন হয়ে দাঁড়ানো ব্যান্ডটির গিটারিস্ট হিসেবে গ্লেনকে ছাড়া ঈগলসকে কল্পনা করা সম্ভব নয়। এটাই স্বীকার করে নিয়েছেন ব্যান্ডটিতে গ্লেনের দীর্ঘদিনের সহযোগী ভোকাল ডন হেনলি এবং জো ওয়ালশ। কেবল গিটারিস্ট হিসেবে নয়, গীতিকার হিসেবেও তাকে স্মরণ করবে মার্কিন সঙ্গীত অঙ্গন।
×