ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বামী দূরে আছে এখন আর তেমন মনে হয় না

প্রকাশিত: ০৭:০১, ২৩ জানুয়ারি ২০১৬

স্বামী দূরে আছে এখন আর তেমন মনে হয় না

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা পাড়ের গ্রাম সওদাগরপাড়া। এই গ্রামের গৃহবধূ জাহানারা বেগম পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল রিক্সাচালক বুদারু শেখের সঙ্গে। এক সময় জমিজমা সব থাকলেও ধরলার ভাঙ্গনে আজ নিঃস্ব। কিন্তু জীবন তো থেমে থাকে না। জীবনের প্রয়োজনে স্বামী-স্ত্রী দু’জনেই কাজের জন্য বাড়ি থেকে বের হয়। স্বামী বুদারু শেখ তার রিক্সা নিয়ে শহরে কাজে বেরিয়ে পড়ে। আর জাহানারা বেগম গ্রামে অন্যের বাড়িতে কাজে চলে যায়। অন্যের বাড়িতে ধান কাটা মাগাই, ঘরের গৃহস্থালি থেকে সব কিছু কাজ করে। এ জন্য ছোট্ট মোবাইলফোন তার একমাত্র নিয়ামক হিসেবে কাজ করে। মোবাইল ফোন ছাড়া জাহানারা কোন কিছুই চিন্তা করতে পারে না। এক বাড়িতে কাজ শেষ হওয়ার পরেই কাজের জন্য তাকে অন্য বাড়ি থেকে মোবাইল ফোনে ডাকা হয়। সারাদিন স্বামীর সঙ্গে দেখা না হলেও মোবাইলে তার কথা হয়। সংসারের ভালমন্দ দিনের অধিকাংশ সময় মোবাইল ফোনের মাধ্যমে আলোচনা সেরে নেয় স্বামীর সঙ্গে। গৃহবধূ জাহানারা বেগম জানান বিয়ের পর থেকে চরম কষ্টে তাদের দিন কাটছিল। জীবন বাঁচানোর জন্য স্বামীর পাশাপাশি নিজেও কাজে নেমে পড়ি। সারাদিন মানুষের বাড়িতে কাজ করলে নিজের সংসার দেখতে পারি না। তাই বিভিন্ন বাড়িতে মোবাইল ফোন নাম্বার দিয়ে এসেছি। প্রতিদিন তাদের বাড়ি থেকে মোবাইলে ডাক এলেই ছুটে যাই। প্রতিদিন তিন থেকে চার বাড়িতে কাজ করি এভাবে এতে তার আয় হয় দুই থেকে তিনশ’ টাকা। এভাবে সংসারেও কোন সমস্যা হয় না। সওদাগরপাড়ার আলেয়া বেগম ও আম্বিয়া খাতুন জানান তাদের স্বামীরা কাজের সন্ধানে চেলে গেছে ঢাকায়। প্রতিদিন তাদের সঙ্গে কথা হয় মোবাইলে। তারা মোবাইলে টাকা পাঠায়। মোবাইলের কারণে এখন তাদের মনে হয় না স্বামীরা দূরে রয়েছে। তারা আরও জানায় তাদের স্বামীরা মোবাইলের মাধ্যমে তাদের সংসারের সব খরচ আশপাশের বাজার থেকে করে দেয়ার ব্যবস্থা করে। মোবাইল ফোনের কারণে ধরলা পারের নওদাবস, মাঠেরপার, কদমতলা, আরজী পলাশবাগীসহ বিভিন্ন গ্রামের মানুষের জীবনযাত্রা পুরোপুরি পাল্টে গেছে। এসব গ্রামের মানুষ প্রতিনিয়ত জানতে পারছে দেশের বিভিন্ন অঞ্চলের খবরাখবর। জিনিসপত্রের দাম। সময় বদলে গেছে নতুন এই প্রজন্মের মানুষের তারা মোবাইল ফোনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। Ñরাজু মোস্তাফিজ কুড়িগ্রাম থেকে
×