ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুনাফায় ফিরেছে ন্যাশনাল টিউবস

প্রকাশিত: ০৬:৩৮, ২২ জানুয়ারি ২০১৬

মুনাফায় ফিরেছে ন্যাশনাল টিউবস

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস। হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৫ থেকে ডিসেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। কোম্পানিটির আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১.১২ টাকা। সে হিসাবে এর শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯০.২৮ শতাংশ। তবে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে (জুলাই’১৫ থেকে ডিসেম্বর’১৫) লোকসানেই রয়েছে কোম্পানি। তবে আগের হিসাব বছরের তুলনায় লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৬৮ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহের পরিমাণ হচ্ছে ৬.১১ টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২.৫৩ টাকা। এছাড়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৩৯.০৮ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এর পরিমাণ ছিল ২৮৪.৭০ টাকা। এদিকে কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনে প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ৪০ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সমন্বয় মূল্য দাঁড়ায় ৯১ দশমিক ৯০ টাকা।
×