ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় খ্রীস্টানদের প্রাণ বাঁচানো মুসলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত: ০৬:৩১, ২২ জানুয়ারি ২০১৬

কেনিয়ায় খ্রীস্টানদের প্রাণ বাঁচানো মুসলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কেনিয়ার একটি যাত্রীবাহী বাসে ইসলামপন্থী জঙ্গীরা হামলা চালিয়ে খ্রীস্টান যাত্রীদের হত্যা করতে চাইলে মুসলিম যাত্রীরা বাধা দিয়েছিলেন। ওই মুসলিমদের একজন চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। গুলিতে আহত ওই ব্যক্তির নাম সালাহ ফারাহ। তিনি একজন শিক্ষক। হাসপাতালে অস্ত্রোপচারের সময় তিনি মারা যান। খবর বিবিসির। বিবিসির কেনিয়ার মান্দেরায় ডিসেম্বর আল-শাবাবের হামলার শিকার হয় বাসটি। হামলা চলাকালে বাসের খ্রীস্টান যাত্রীদের সনাক্ত করতে মুসলিম যাত্রীদের সরে দাঁড়াতে বলে জঙ্গীরা। কিন্তু মুসলিমরা তা করতে অস্বীকার করেন। ওই মুসলিমদের মধ্যে সালাহ ফারাহও ছিলেন। এ সময় একটি গুলিতে ফারাহ আহত হন। রাজধানী নাইরোবিতে প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি মারা যান। ফারাহ তখন জানিয়েছিলেন, হামলাকারীরা তাকে পালানোর প্রস্তাব দিয়েছিল। ফারাহ বলেছিলেন, তারা আমাদের বলেছিল, যদি আমরা মুসলিম হই তবে আমরা নিরাপদ। কিন্তু কয়েকজন ছিলেন যারা মুসলিম নন। তারা তাদের মাথা লুকিয়ে ফেলেছিল। যাত্রীদের মধ্যে মুসলিমদের আলাদা হয়ে যেতে বলা হলেও তা আমরা প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সবাইকে হত্যা করতে নয়ত সবাইকে ছেড়ে দিতে বলেছি। ভয়েস অব আমেরিকাকে ফারাহ বলেছিলেন, সবার একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করা উচিত। আমরা সবাই ভাই। ফারাহর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জোসেফ বইনেত শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন ‘সত্যিকারের নায়ক’।
×