ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিউপির সমাবর্তন

আলোচিত মানুষ হওয়ার শিক্ষা চাই ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:২৮, ২২ জানুয়ারি ২০১৬

আলোচিত মানুষ হওয়ার শিক্ষা চাই ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, জাতি গঠন ও উন্নয়নের প্রধান হাতিয়ার শিক্ষা। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বুদ্ধিবৃত্তির উন্নয়ন, অসাম্প্রদায়িক জীবনবোধ, সর্বোপরি গভীর দেশপ্রেম জাগ্রত করার একমাত্র উপায় মানসম্মত শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়টি মাথায় রেখে শিক্ষাদানের কাজে আত্মনিয়োগ করতে হবে। শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ ঘটাতে হবে। মানবপ্রেম, মনুষ্যত্ব, সংস্কৃতি, ঐতিহ্য, জ্ঞান-প্রযুক্তি নির্ভর কৌশলকে শিক্ষার সঙ্গে সম্মিলন ঘটাতে হবে। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্ত করে পাস করার শিক্ষা নয়, আলোকিত মানুষ হওয়ার শিক্ষা চাই, সৃজনশীল ব্যক্তিত্ব গড়ার শিক্ষা চাই। যা কিছু সঙ্কীর্ণ, শিক্ষা আমাদের শেখাবে তা পরিহার করতে। মানুষে মানুষে সম্মিলন ঘটানোর শিক্ষাই আমরা চাই। বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভাষণ দানকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর আইএসপিআরের। বৃহস্পতিবার বিকেলে মিরপুর সেনানিবাসের বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। তিনি বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্্-এর সমাবর্তন-২০১৬ এ উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ আনন্দঘন অনুষ্ঠানে আমি বিশ্ববিদ্যালয়ের নবীন গ্র্যাজুয়েটদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই গ্র্যাজুয়েটদের অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষকম-লী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এর মাধমে নবীন গ্র্যাজুয়েটদের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয় এবং তারাও সামনে এগিয়ে যেতে গভীরভাবে অনুপ্রাণিত হয়। রাষ্ট্রপতি বলেন, বি ইউপি অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে, বিইউপি বর্তমানে ইনহাউস ১৩টি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং ৬টি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম পরিচালনা করছে। ধর্মের নামে যারা ধ্বংসাত্মক কাজ করে তারা ভ- ॥ নৌমন্ত্রী বি’বাড়িয়ায় তাণ্ডবের নিন্দা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলা শহরে সম্প্রতি সংঘটিত মৌলবাদী তা-বের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহবায়ক মোঃ শাহজাহান খান এমপি। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের হল রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় জড়িতদের ছাড় দেয়ার কোন সুযোগ নেই। তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করতে হবে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। ধর্মের নামে যারা এসব ধবংসাত্মক কাজ করেছে তারা প্রকৃত মুসলমান নয়, ভণ্ড।
×