ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসচাপায় কলেজছাত্রী নিহত, গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৭, ২২ জানুয়ারি ২০১৬

রাজধানীতে বাসচাপায় কলেজছাত্রী নিহত, গৃহকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে যাত্রীবাহী বাসের চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। ডেমরায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড্ডায় নির্মাণাধীন ১১তলা ভবনের ৮ম তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। মিরপুরে একটি পোশাক কারখানার অগ্নিকা-ে দগ্ধ এক শ্রমিরেক মৃত্যু হয়েছে। এছাড়া তেজগাঁওয়ে বিপুল পরিমাণ জাল রুপীসহ এক পাকিস্তানী নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম আক্তার (২৪) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছ। বৃহস্পতিবার সকালে নিকুঞ্জ এলাকার হোটেল মেরিডিয়ান সংলগ্ন সামনের রাস্তা পার হবার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মরিয়মের স্বামীর নাম মোঃ সালাউদ্দিন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কান্দি গ্রামে। তিনি স্বামী সালাউদ্দিনের সঙ্গে খিলক্ষেতের নামাপাড়া এলাকার একটি বাড়িতে বসবাস করতেন। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সকালে নিকুঞ্জ এলাকার হোটেল মেরিডিয়ান সংলগ্ন রাস্তায় পার হবার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে মরিয়ম আক্তার নামে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই বেলাল জানান, মরিয়ম টঙ্গী সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন আগে তার বিয়ে হয়। পড়াশুনার পাশাপাশি মরিয়ম একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু ॥ ডেমরায় আছমা বেগম (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ এলাকার জনপ্রতিনিধিকে নিয়ে ডগাইর নূরবাগ ইব্রাহীমের ফ্ল্যাটের দ্বিতীয় তলার দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কাওসার জানান, মৃতের ঘরের দরজা ভেঙ্গে ঢোকার পর জানালার গ্রিলের সঙ্গে গলায় কালো ওড়না পেঁচানো অবস্থায় খাটের ওপর ঝুলন্ত অবস্থায় হাঁটু গেড়ে বসা অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘরের একটি জানালাও খোলা পাওয়া যায়। ওসি জানান, তার মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীন ১১তলা ভবনের ৮ম তলা থেকে পড়ে খায়রুল ইসলাম (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একরামুল (২২) নামে আরেক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানার উত্তর বাড্ডার হাজীপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। তাদের সহকর্মী সাইফুল ইসলাম বলেন, সকালে নির্মাণাধীন ভবনের ৮ম তলায় প্লাষ্টারের কাজ করছিলেন খায়রুল ও একরামুল। হঠাৎ করে সেখান থেকে নিচে পড়ে যান তারা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। দগ্ধ শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর মিরপুরে একটি পোশাক কারাখানার অগ্নিকা-ে দগ্ধ শ্রমিক মোঃ আরিফ হোসেনের (১৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আবুল খায়ের। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা এলাকায়। তিনি মিরপুর-৭ নম্বর সেকশনের একটি বাড়িতে ভাড়া থাকতেন। মৃত আরিফের ছোট বোন মুন্নি জানান, পরিবারের তিন-ভাই বোনের মধ্যে আরিফ সবার ছোট ছিল। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, আরিফের মৃতদেহ ময়নতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ভারতীয় ও পাকিস্তানী জাল রুপীসহ তিনজন গ্রেফতার ॥ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রুপীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়।
×