ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৭, ২২ জানুয়ারি ২০১৬

বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে কনকনে শীত অব্যাহত রয়েছে। গত দু’দিন ধরে অনুভূত হওয়া তীব্র শীতের পেছনে তাপমাত্রার তেমন ভূমিকা নেই। হঠাৎ হাড়কাঁপানো শীতে দেশবাসীর দুর্ভোগ বেড়েছে। হাসি ফুটেছে গরম কাপড় বিক্রেতাদের মুখে। দক্ষিণ বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গের আকাশে সৃষ্টি হওয়া পূবালী লঘুচাপের কারণে দেশের ২২টি জেলায় বৃহস্পতিবার ঠা-া বাতাসসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ায় শীতের তীব্রতা বেড়ে যায়। শৈত্যপ্রবাহ নেই। তবুও সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা, ঠা-া বাতাস ও বৃষ্টির কারণেই মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শীতবস্ত্রের অভাবে শত শত দরিদ্র পরিবার কষ্ট পাচ্ছে। সরকারী ও বেসরকারী উদ্যোগ শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে ২৫.৫ ও সর্বনিম্ন ডিমলায় ১১.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। আর ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৭ ও ১৫.৮ ডিগ্রী সেলসিয়াস। সূত্রটি আরও জানায়, ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১/২ দিন বজ্রঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবারও রাজধানীতে দিনের অধিকাংশ সময় শীত অনুভূত হয়। বেলা এগারোটার আগে সূর্যের মুখ দেখা যায়নি। দুপুরে কিছুক্ষণের জন্য সূর্য উঠলেও তেমন তেজ ছিল না। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করে দিনভর। বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর আকাশ যেন কুয়াশার পুরো দখলে চলে যায়। পাশাপাশি বইতে থাকে ঠা-া বাতাস। অধিকাংশ লোকজনকে দিনভর গরম কাপড় ব্যবহার করতে দেখা গেছে। নগরীর শীতবস্ত্রের দোকানগুলোতে ছিল উপচেপড়া ভিড়। শীতবস্ত্রের দামও বেড়ে গেছে কয়েকগুণ। গরম কাপড় দোকানগুলোতে মানুষের ঢল নামে। এ সুযোগে বেড়ে যায় গরম কাপড়ের দাম।
×