ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ফাইনালে দর্শক বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৯, ২২ জানুয়ারি ২০১৬

আজ ফাইনালে দর্শক বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা নামছে আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচ নিয়ে বাংলাদেশী ফুটবলপ্রেমীদের আগ্রহ সামান্যই। কেননা তাদের প্রিয় বাংলাদেশ দল আজকের ম্যাচে কেবলই দর্শক! বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। আর জাতীয় ফুটবল দল সেমিতে হেরেছে। গত আসরে জাতীয় ফুটবল দল তো তাও ফাইনালে উঠেছিল, এবার তাও পারেনি। আজকের ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইনালে গ্যালারির টিকেট ৫০ ও ভিআইপি টিকেট ৩০০ টাকা। এ ছাড়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকেটে খেলা উপভোগ করতে পারবে ৫ নম্বর গ্যালারিতে গিয়ে। মজার ব্যাপার- নেপালের সাফল্য-ব্যর্থতার সঙ্গে কোন না কোনভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নামটি! ২০০৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ‘এএফসি চ্যালেঞ্জ কাপ’-এর সেমিতে উঠেছিল নেপাল, ১৯৯৩ সালে বাংলাদেশের মাটিতেই সাফ ফুটবলের শিরোপা জিতেছিল তারা। এ ছাড়া ১৯৯৯ সালে নিজেদের মাটিতে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে রানার্সআপ হয়েছিল নেপাল, ওই বছরই ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ‘গুর্খালিস’রা। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতে সেই অপ্রাপ্তি ঘোচাতে চায় তারা। যদিও বাহরাইনের লক্ষ্যও শিরোপা জয়। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে ওঠে নেপাল। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে নেপাল তাদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে মালয়েশিয়া একাদশের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করে ০-০ স্কোরে। গ্রুপ রানার্সআপ হয় (অপরাজিত) এবং শেষ চারে উন্নীত হয়। পক্ষান্তরে ‘বি’ গ্রুপে বাহরাইন যুব দল নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ অলিম্পিক দলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারায় কম্বোডিয়াকে। শেষ গ্রুপ ম্যাচে ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে। অপরাজিত গ্রুপ রানার্সআপ হয় তারা। সেমিতে তারা ১-০ গোলে হারায় বাংলাদেশ জাতীয় দলকে। এখন দেখার বিষয়, আজকের ফাইনালে শিরোপা জেতে কোন্ দল।
×