ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে সেই মাদ্রাসা সুপার গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪১, ২০ জানুয়ারি ২০১৬

অবশেষে সেই মাদ্রাসা সুপার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অবশেষে ছাত্র নির্যাতনকারী জেলার মুলাদী উপজেলার চরসেলিমপুরের ফজলুল উলুম সেরাতুল কোরআন মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত সুপার মাওলানা আল-আমিন মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের নুর আলম হাওলাদার জানান, মাদ্রাসায় গোসল করে না আসায় গত বুধবার তার ছেলে ও মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র মাহিম হাওলাদারকে সুপার মাওলানা আল-আমিন মিয়া অমানুষিক নির্যাতনের পর পুকুরের পানিতে নামিয়ে রাখে। পরবর্তীতে জ্বলন্ত চুলায় আগুনের ছেঁকা দেয়ায় মাহিমের পেটের একাংশ পুড়ে যায়। গুরুতর আহত মাহিমকে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনার পর থেকে নির্যাতনকারী মাদ্রাসা সুপার আত্মগোপনে ছিলেন। তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে সোমবার রাতে মুলাদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আল-আমিন মিয়াকে গ্রেফতার করে। শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডাঃ আল আজাদ জানান, শিশু মাহিম এখন আউট অব ডেঞ্জার। তবে তার পুরোপুরি সুস্থ হতে দু’বছরের মতো সময় লাগবে।
×