ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর আন্তঃঘাটি আজান ও ক্বিরাত প্রতিযোগিতা শেষ

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ জানুয়ারি ২০১৬

বিমান বাহিনীর আন্তঃঘাটি আজান ও ক্বিরাত প্রতিযোগিতা শেষ

বিমান বাহিনীর আন্তঃঘাটি আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০১৬ সোমবার ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাটি বঙ্গবন্ধু-এর বাফওয়া অডিটরিয়ামে সমাপ্ত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রধান অতিথি থেকে বিজয়ী ও উপবিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বাশার বিজয়ী এবং বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। -আইএসপিআর আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের বাণিজ্যিক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলে শনিবার আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিঃ-এর ‘এভারগ্রীন হান্নান টাওয়ার’ নামে একটি অত্যাধুনিক বাণিজ্যিক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫১ মতিঝিল বাণিজ্যিক এলাকায় পবিত্র কোরয়ান তেলোওয়াত ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। উদ্বোধন করেন প্রকল্পের ল্যান্ডওনার মিসেস ডালিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ল্যান্ডওনার খন্দকার আফজালুর রহিম শাম্মী, তার স্ত্রী নাছিমা আক্তার, নামিয়া আক্তার, তার স্বামী আমিনুল এহসান মেহেদী, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এম এনামুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রমজানুল হক নিহাদ। -বিজ্ঞপ্তি
×