ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৫ বছর ধরে ছাত্রসেবা

প্রকাশিত: ০৬:৪০, ১৭ জানুয়ারি ২০১৬

৩৫ বছর ধরে ছাত্রসেবা

ভারতের পশ্চিমবঙ্গের মালদহের রামজীবন কুন্ডু ৩৫ বছর ধরে ছাত্রসেবা করে যাচ্ছেন। তার নুন আনতে পানতা ফুরানোর অবস্থা হলেও তিনি আপনমনে করে যাচ্ছেন তার কাজ। তিনি সিঙ্গারা বেচেন মাত্র ৫০ পয়সায়, চা-ঘুঘনি এক রুপী। তবে যে কেউ তার দোকান থেকে কিনে খেতে পারেন না। শুধু স্কুলের ছাত্রছাত্রীরাই তার নিয়মিত কাস্টমার। -আজকাল ১৫০০ বছরের পুরনো কঙ্কালে কৃত্রিম পা ইউরোপে ১৫০০ বছরের পুরনো মানুষের এক কঙ্কাল পাওয়া গেছে, যার বাঁ-পায়ের পাতা ও গোড়ালিতে বসানো ছিল কাঠের তৈরি প্রস্থেটিক অঙ্গ। দক্ষিণ অস্ট্রিয়ার হেমাবার্গে ২০১৩ সালে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় এই কঙ্কালটির সন্ধান মেলে। এটি বর্তমানে সংরক্ষিত আছে অস্ট্রিয়ান আর্কিওলজি ইনস্টিটিউটে। সম্প্রতি কঙ্কালটি নিয়ে গবেষণার সময় প্রস্থেটিক বা কৃত্রিম অঙ্গ দেখে বিস্মিত হন গবেষকরা। তাদের এ গবেষণার রিপোর্ট প্রকাশিত হবে ইন্টারন্যাশনাল জার্নাল অব প্যালিওপ্যাথোলজির আগামী সংখ্যায়। -ডেইলি মেইল
×