ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সিডনি থেকে সরে দাঁড়ালেন রাদওয়ানস্কা-কেভিতোভা

প্রকাশিত: ০৬:৪১, ১৩ জানুয়ারি ২০১৬

সিডনি থেকে সরে দাঁড়ালেন রাদওয়ানস্কা-কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি ইন্টারন্যাশনাল টেনিস আসরে গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। কিন্তু এবার তিনি অংশগ্রহণই করতে পারছেন না। গ্যাস্ট্রিক সমস্যার কারণে শেষ মুহূর্তে এ আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এ ছাড়াও অংশ নেবেন না শেনঝেন ওপেন দিয়ে বছর শুরু করা পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। বছরের শুরুতেই এমন সাফল্য তাকে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠিয়েছে। বর্তমানে চার নম্বরে থাকা এ পোলিশ টেনিস সুন্দরী বাঁ পায়ের ইনজুরির কারণে সিডনি ইন্টারন্যাশনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ দুই তারকাকে ছাড়াই শুরু হয়ে গেছে টুর্নামেন্ট। জয় পেয়েছেন ৫ নম্বর বাছাই চেক তারকা ক্যারোলিনা পিসকোভা, সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ, রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা ও বুলগেরিয়ার সভেতনা পিরোনকোভা। তবে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর সার্বিয়ার আনা ইভানোভিচ। বছরের শুরুটা ভাল হলো না সার্বিয়ার গ্ল্যামার গার্ল ইভানোভিচের। ৫ নম্বর বাছাই পিসকোভার কাছে প্রথম রাউন্ডেই তিনি সরাসরি ৬-৪, ৬-২ সেটে হেরে বিদায় নিয়েছেন। এ ছাড়া সিডনি ইন্টারন্যাশনালে ৬ নম্বর বাছাই হিসেবে খেলা সুইজারল্যান্ডের তরুণী টিমিয়া ব্যাকসিনস্কিও ছিটকে গেছেন প্রথম রাউন্ড থেকে। তিনি সেøাভাকিয়ার আনা ক্যারোলিনা শিমিয়েলোভার কাছে হেরেছেন ১-৬, ৬-১ ও ৬-৩ সেটে। তবে জিতেছেন পিরোনকোভা ৭-৬ (৮-৬), ৬-২ সেটে ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো, কুজনেতসোভা ৬-২, ৬-০ সেটে টামি প্যাটারসন, জাঙ্কোভিচ ৬-৩, ৬-৪ সেটে যুক্তরাষ্ট্রের কোকো ভ্যানডেওয়েঘে ও ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া ৭-৬ (৭-৪), ৬-৪ সেটে স্বদেশী ক্রিস্টিনা লাদেনোভিচকে হারিয়ে। বছরের শুরুতেই তারকাদের ইনজুরি মিছিল শুরু হয়েছে। অনেকে অবশ্য আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সে কারণে বিভিন্ন টুর্নামেন্ট থেকে সামান্য সমস্যার কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
×