ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিদায়ী বছরে এশিয়ায় এডিবির রেকর্ড অর্থায়ন

প্রকাশিত: ০৬:৩৩, ১১ জানুয়ারি ২০১৬

বিদায়ী বছরে এশিয়ায় এডিবির রেকর্ড অর্থায়ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ার দেশগুলোতে বহুজাতিক ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা অতীতের যে কোন সময়ের রেকর্ড ভেঙ্গেছে বিদায়ী ২০১৫ সালে। এ সময়ে মোট দুই হাজার ৭১৫ কোটি ৭০ মার্কিন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে সংস্থাটি। ২০১৪ সালে এর পরিমাণ ছিল দুই হাজার ২৮৯ কোটি ডলার। এ হিসেবে এক বছরে এডিবির নতুন সহায়তা বেড়েছে প্রায় ১৯ শতাংশ। নতুন অনুমোদনের পাশাপাশি বিদায়ী বছরে সহায়তা ছাড়ের পরিমাণও বাড়িয়েছে এডিবি। এ সময়ে সস্থাটি ছাড় করেছে এক হাজার ২৩৪ কোটি ডলার। ২০১৪ সালে সংস্থাটি ছাড় করে এক হাজার ১৯ কোটি ডলার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ সব তথ্য জানিয়েছে এডিবি। এতে বলা হয়েছে, সরকারী ও বেসরকারী খাত মিলে ২০১৫ সালে এক হাজার ৬৫৮ কোটি ডলার ঋণ ও অনুদানের অনুমোদন দিয়েছে এডিবি। এর পরিমাণ আগের বছরের চাইতে ২৩ শতাংশ বেশি। এর মধ্যে সরকারী ঋণ ও অনুদান রয়েছে এক হাজার ৩৯৫ কোটি ডলার। এক বছরে এক কোটি ৪৪ লাখ ডলার কারিগরি সহায়তা হিসেবে অনুমোদন করেছে এডিবি। বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করেছে আরও এক হাজার ৪৩ কোটি ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০১৫ সালে এশিয়ার উন্নয়নের জন্য ২৭ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করে। এর মধ্যে ঋণ এবং মঞ্জুরি কারিগরি সহায়তা এবং কো-ফাইন্যান্সিং রয়েছে। এ যাবতকালের মধ্যে এটি ছিল সর্বোচ্চ বরাদ্দ। ২০১৪ সালে বরাদ্দের পরিমাণ ছিল ২২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরে চেয়ে এ বছর প্রায় ১৯ শতাংশ বরাদ্দ বেড়েছে। শনিবার প্রকাশিত এডিবির নিউজ রিলিজে বলা হয়, সরকারী ও বেসরকারী পর্যায়ে এডিবির ঋণ ও মঞ্জুরির অনুমোদন ১৬ দশমিক ৫৮ বিলিয়ন থেকে ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আগের বছর থেকে। এতে বলা হয়, ২০১৫ সালে কারিগরি সহায়তায় ১৪৪ মিলিয়ন এবং কো-ফাইন্যান্সিং ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিবি ফাস্ট ট্র্যাক অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। ব্যক্তি খাতে ঋণ দিতে স্থানীয় মুদ্রা ব্যবহার করছে সংস্থাটি। স্থানীয় মুদ্রায় বন্ড ইস্যুর পরিমাণ একই পরিমাণে বাড়ানো হয়েছে। এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিগত বছরে ব্যাংকের ঋণপ্রবাহ ছিল সর্বাধিক এবং এ অঞ্চলে ঋণ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অঞ্চলে অবকাঠামো এবং অন্যান্য উন্নয়ন কাজ বাড়ছে। অঞ্চলে দারিদ্র্য থাকলেও ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমাদের ঋণ সহায়তা বৃদ্ধি করতে হয়েছে। বিগত বছরে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে নেপালে ভূমিকম্পে এবং সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দেয়ার বিষয়টি এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
×