ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইটবোঝাই ট্রাক ফেরি থেকে পড়ল খেয়া নৌকায় ॥ শিশুসহ নিখোঁজ ৩ আহত ৩৩

প্রকাশিত: ০৫:৩২, ১১ জানুয়ারি ২০১৬

ইটবোঝাই ট্রাক ফেরি থেকে পড়ল খেয়া নৌকায় ॥ শিশুসহ নিখোঁজ ৩ আহত ৩৩

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ জানুয়ারি ॥ কলাপাড়ার আন্ধারমানিক নদীতে ইটবোঝাই ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ খেয়া নৌকার উপরে উঠে খেঁয়াসহ ট্রাকটি ডুবে গেছে। এতে শিশুসহ তিনজন নিখোঁজ এবং অন্তত ৩৩ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আটজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইব্রাহিম (৩৫), রওশন আরা (৫৫), রুবী (২৭) পারভিন (৩৮) ও হাজেরার (৩৫) অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতরা হচ্ছে, মোহাম্মদ আলী (৪), ফেরদৌস (৭) ও মনিকা (৩৫) রুবী দাবি করেছে তার ছয় বছরের মেয়ে সামিয়া নিখোঁজ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সাতজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া পাঁচজনকে এখন পর্যন্ত চিকিৎসা দেয়া হয়েছে। দুই জনকে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এ্যাডভোকেট তপন ভৌমিক জানান, আমরা খেঁয়ায় পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করে ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির উপর থেকে খেঁয়ার উপড়ে পড়েই দুটোই যাত্রীসহ ডুবে যায়। তিনি প্রায় দশ ফুট পানির নিচে ডুবে গিয়ে কোনমতে প্রাণে বেঁচে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরির সঙ্গে খেয়া ভেড়ানো নিষেধ থাকলে এ ব্যাপারে স্থানীয় উপজেলা কিংবা সওজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এমনকি ফেরির নদীর প্রান্তে কোন ধরনের নিরাপত্তা ওয়ার টানানো ছিল না। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ১৮১৯) একজন হেল্পার ফেরিতে তুলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোয়া সাতটা) কোন মৃতদেহের সন্ধান মেলেনি। ডবুরিদল ডুবন্ত ট্রাকটি শনাক্ত করেছে। কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, এখন পর্যন্ত কারও নিখোঁজ হওয়ার খবর তারা পাননি।
×