ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ, সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৩১, ১১ জানুয়ারি ২০১৬

কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ, সংঘর্ষ

জার্মানির কোলন শহরে অভিবাসনবিষয়ক ‘খোলা দরজা’ নীতির বিরোধিতা করে ডাকা একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ইসলামবিরোধী উগ্র-ডানপন্থী গোষ্ঠী পেজিডা আন্দোলন শনিবার এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রায় ১ হাজার ৭শ’ লোক উপস্থিত ছিলেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসির। নতুন বছরের প্রাক্কালে কোলনে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় শরণার্থীদের জড়িত থাকার বিষয়টি সামনে আসার পর পেজিডার এই প্রতিবাদ সমাবেশটি হলো। ‘প্রটেকশনের’ জন্য সীমান্ত বন্ধ করে দেয়ার দাবি জানিয়ে সমাবেশটির ডাক দেয় পেজিডা। এতে পেজিডা ছাড়াও অভিবাসনবিরোধী আরও কয়েকটি গোষ্ঠীর সমর্থকরা যোগ দেয়। শহরের প্রধান চত্বরে দুপুর ২টায় পেজিডার সমাবেশ শুরু হওয়ার প্রায় দু’ঘণ্টা পর ওই স্থানটি খালি করার জন্য দাঙ্গা পুলিশ পাঠায় কর্তৃপক্ষ। জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ অভিবাসনবিরোধী দেড় হাজার সমাবেশকারীকে ছত্রভঙ্গ করে দেয়।
×