ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় সম্মত সিরীয় সরকার

প্রকাশিত: ০৩:২৯, ১১ জানুয়ারি ২০১৬

বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনায় সম্মত  সিরীয় সরকার

সিরীয় সরকার বিরোধীদের সঙ্গে এ মাসে জেনেভা শান্তি আলোচনায় অংশগ্রহণে প্রস্তুত রয়েছে। সিরীয়ার উত্তরাঞ্চলে নতুন করে চালানো বিমান হামলায় কিছুসংখ্যক জঙ্গীসহ অনেক লোক হতাহত হওয়ার প্রেক্ষাপটে সরকারের কাছ থেকে ঘোষণা এলো। খবর গার্ডিয়ান অনলাইনের। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, যে বিরোধী গ্রুপগুলো আলোচনায় বসবে তাদের একটি তালিকা দেখতে চায় দামেস্ক এবং কোন সন্ত্রাসী গ্রুপ প্রতিনিধিত্ব করবে না এ বিষয়টিরও নিশ্চয়তা চায় সরকার। সরকারী সংবাদ সংস্থা সানা বলেছে, মোয়াল্লেম শনিবার দামেস্কে জাতিসংঘ দূত স্টাফেন ডি মিসতুরার সঙ্গে বৈঠককালে ওই মন্তব্য করেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারেত আল পূমানে বিমান হামলা চালানোর পরপরই ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হামলায় সিরিয়ায় আল কায়েদার শাখা নুসরা ফ্রন্টের অনেক যোদ্ধাসহ ৫৭ জন নিহত হয়েছে। হিউম্যান রাইটস গ্রুপ শনাক্ত করে বলেছে, যে জেটগুলো বিমান হামলা চালিয়েছে সেগুলো রাশিয়ার। নিহতদের মধ্যে নুসরা ফ্রন্টের ২৩ সদস্যসহ ৩ নারী ও অন্তত ১ জন শিশু রয়েছে। গ্রুপ বলেছে, বিমান হামলার লক্ষ্যমূল এলাকায় নূসরা ফ্রন্ট চালিত একটি কারাগার ও একটি আদালত ভবন রয়েছে। জঙ্গী বিমানগুলো ৪টি ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসলামী আদালত ভবনটিতে আঘাত হানে। এখানে কারাগারটির অবস্থান; রাস্তাসংলগ্ন একটি মার্কেটও রয়েছে এ স্থানে। আসাদকে উৎখাতে যারা লড়াই করছে তাদের সবাইকে সন্ত্রাসী বলে অবহিত করে সিরীয় সরকার। সরকার বলেছে, আলোচনার বিষয় হবে লড়াইয়ে যে সন্ত্রাস চলছে তা। কিন্তু বিরোধীরা চাইছে, যে কোন শান্তি আলোচনার অংশ হবে আসাদের পদত্যাগ। জাতিসংঘ সিরীয় সংঘাত অবসানের জন্য ২৫ জানুয়ারি আলোচনায় বসার জন্য দু’পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এ সংঘাতে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং সৃষ্টি হয়েছে ব্যাপক শরণার্থী সঙ্কটের। সিরীয় বিরোধী গ্রুপগুলো আলোচনার আগে কিছু উদ্যোক্তা গ্রহণের দাবি জানিয়ে আসছে সরকারের প্রতি। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে অবরোধ প্রত্যাহার, কয়েকজন আটক বন্দীর মুক্তি এবং বিমান হামলার অবসান।
×