ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমস্যায় জর্জরিত মৌশাকাঠালিয়া প্রাইমারী স্কুল

প্রকাশিত: ০৬:০৩, ১০ জানুয়ারি ২০১৬

সমস্যায় জর্জরিত মৌশাকাঠালিয়া প্রাইমারী স্কুল

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ জানুয়ারি ॥ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৌশাকাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। দুইপাশে গুদাম ঘরের মতো দুটি ক্লাসরুম। চলাচলের পথও অনেক সরু। গাদাগাদি করে বসা শিক্ষার্থীদের কোলাহল লেগেই থাকে। ভাঙ্গাচোরা তিনটি শৌচাগারের একটিও ব্যবহার উপযোগী নয়। আশপাশের বাড়ি গিয়ে শিক্ষার্থীদের শৌচাগারের কাজ সারতে হয়। ভাঙ্গাচোরা একটি শৌচাগার ব্যবহার করে শিক্ষকরা। মারাত্মক ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, বেঞ্চ ও শ্রেণীকক্ষ সঙ্কটে বারান্দায় গাদাগাদি করে বসিয়ে পাঠদান করা হয়। এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। জানা গেছে, ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে পুরাতন ভবনটি নির্মাণ করা হয়েছিল। উপজেলা প্রকৌশল বিভাগ প্রায় ২ বছর আগে পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। ২০০৫-০৬ অর্থবছরে দুই কক্ষবিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫৯। শিক্ষক আছেন পাঁচজন। বিদ্যালয়ের প্রবেশ ফটকে বারান্দার দুু’পাশে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়ে পাঠদান করানো হচ্ছে। দু’পাশে গুদাম ঘরের মতো দুটি ক্লাসরুম আছে। সেখানেও একই অবস্থা। এদিকে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনের বারান্দার মেঝেতে চট বিছিয়ে প্রাক-প্রাথমিকের অবুঝ শিশুদের পাঠদান করানো হচ্ছে। বিদ্যালয়ের মাঠও নতুন ভবনের চেয়ে অনেক নিচু। একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী দেব জানান, এভাবে ক্লাস করানো অনেক কষ্টকর। গরমে বিদ্যুত চলে গেলেও ক্লাশ করানো বেশি কষ্টকর হয়ে পড়ে। শৌচাগারের অভাবে আশপাশের বাড়িতে গিয়ে বাচ্চারা শৌচাগার করে। শিক্ষকরা একটি পরিত্যক্ত শৌচাগার ব্যবহার করছেন বলেও জানান তিনি। দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অগ্রাধিকারের ভিত্তিতে ৫টি নতুন ভবন নির্মাণ এবং ২০টি ভবন জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য তালিকা পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেশিরভাগ বিদ্যালয় ভবনই আশি বা নব্বইয়ের দশকে নির্মাণ করা হয়েছে। সে কারণে প্রায় বেশিরভাগ ভবনই জরাজীর্ণ হয়ে পড়েছে। বাকৃবিতে কম্বল বিতরণ বাকৃবি সংবাদদাতা ॥ স্বেচ্ছাসেবী সংগঠন ঘাসফুলের উদ্যোগে শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর ৩টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন হেলিপ্যাডে সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় শতাধিত কম্বল বিতরণ করা হয়। ঘাসফুল বাকৃবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরাগ সরকারের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা এস এম রায়হান, মাহিয়া মাহিসহ সদস্যরা উপস্থিত ছিলেন। মালটা চাষী নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৯ জানুয়ারি ॥ বাণিজ্যিকভিত্তিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামের মনমথ সরকারকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্তারে ভূষিত করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ৭ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্রোঞ্জ পদক, সনদপত্র ও নগদ ৭ হাজার ৫শ’ টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে তুলে দেন।
×