ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

প্রকাশিত: ০৬:০৬, ৮ জানুয়ারি ২০১৬

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ১৬১ কেন্দ্রে আজ অনুষ্ঠিত হচ্ছে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে সোয়া দুই লাখ চাকরিপ্রার্থী। পরীক্ষার হলে ঘড়ি, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র এবং বই-পুস্তক নেয়া নিষিদ্ধ বলে জানিয়েছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। ইতোমধ্যেই পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাচ্ছে। আসন বিন্যাস অনুসারে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষা হবে। পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে আসনে গিয়ে বসতে হবে। ৯টায় উত্তরপত্র দেয়া হবে ও সাড়ে নয়টায় প্রশ্নপত্র দেয়া হবে। বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হবে।
×