ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৪২, ৭ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. দেশ, জনগোষ্ঠী ও সংস্কৃতিতে নববর্ষ উদ্যাপনের তারতম্য ঘটে- র. রীতি-প্রকৃতিতে রর. চেতনা-আদর্শে ররর. পদ্ধতি-প্রকরণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. নিরূপমার চিতায় কোন কাঠ ব্যবহার করা হয়েছিল? ক) কাঁঠাল কাঠ খ) চন্দন কাঠ গ) সেগুন কাঠ ঘ) সুন্দরী কাঠ ৩. লেখিকার মতে বাঙালীদের ধনবৃদ্ধির উপায় কী? ক) কৃষি খ) মৃৎশিল্প গ) তাঁতশিল্প ঘ) বস্ত্রশিল্প ৪. জাহানারা ইমাম কাদের শাস্তির দাবিতে আমৃত্যু সংগ্রাম করেছেন? ক) মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের খ) অত্যাচারী হানাদার বাহিনীর গ) মিত্রবাহিনীর ঘ) ভীতু মুক্তিযোদ্ধাদের ৫. ঘরের দরজা বন্ধ করে নিরূপমার অশ্রু বিসর্জন দেয়ার কারণ- র. বরটি বেয়াদব রর. বরটি পিতার মতো নয় ররর. বরটি যৌতুকলোভী নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. ধর্মের নামে নৃশংসতার ইতিহাস কোন সময়ের? ক) মুঘল আমলের খ) পাকিস্তান আমলের গ) ব্রিটিশ আমলের ঘ) সুদূর অতীতের ৭. ‘কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ’- কার? ক) বিজ্ঞজনের খ) নিমগাছের গ) রোগীদের ঘ) সৌন্দর্যের ৮. সমকালীন মুসলমান সমাজের কীসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন? ক) কুসংস্কার খ) দারিদ্র্য গ) শিক্ষা ঘ) অর্থনীতি ৯. ‘শ্রী তো ভারি। যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী।’-এই কথাতে প্রকাশ পেয়েছে নিরূপমার প্রতি- র. প্রশংসা রর.কটাক্ষ ররর. নিন্দা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. ‘তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন’ - এ তিনি কে? ক) হযরত হাসান (রা.) খ) হযরত হোসেন (রা.) গ) হযরত মুহম্মদ (স.) ঘ) হযরত ওমর (রা.) ১১. ‘যেটুকু সঙ্কোচ নিতান্তই এর থাকা উচিত তাও এর নেই’- কার? ক) লেখকের খ) লেখকের মায়ের গ) মমতাদির ঘ) মমতাদির স্বামীর ১২. অধর রায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে কাঙালি কাঠ চাইতে আর কার বাড়িতে গিয়েছিল? ক) নাপতে বৌদির খ) ভট্টাচার্য মহাশয়ের গ) ঈশ্বর নাপিতের ঘ) মুখুর্যের ১৩. ‘নিরীহ বাঙালী’ প্রবন্ধে সজিনার সঙ্গে বাঙালী জাতির কোন জিনিসটির তুলনা করা হয়েছে? ক) ওষ্ঠ খ) চক্ষু গ) কুন্তল ঘ) ভুঁড়ি ১৪. ঢাকার মানুষ খামোখা কোথায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল? ক) নবাবপুর খ) টঙ্গী গ) যাত্রাবাড়ী ঘ) জিঞ্জিরা ১৫. মমতাদিকে শব্দহীন অনুভূতিহীন নির্বিকার বলার পেছনে যুক্তি কী? ক) তার সুখ দুঃখের বোধ নেই খ) কাজের প্রতি সে একনিষ্ঠ গ) সে সর্বদা সময় সচেতন ঘ) তার হৃদয়ানুভূতি প্রচ্ছন্ন ১৬. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন? ক) নওরোজ খ) জাতীয় উৎসব গ) অনন্য উৎসব ঘ) বর্ষবরণ উৎসব ১৭. সাহিত্যে অবদানের জন্য কবীর চৌধুরী কোন পুরস্কারে ভূষিত হন? ক) বাংলা একাডেমি পুরস্কার খ) আলাওল সাহিত্য পুরস্কার গ) ম্যাগসাস পুরস্কার ঘ) আনন্দ পুরস্কার ১৮. বেগম রোকেয়ার অধিকাংশ রচনায় ফুটে উঠেছে- র. মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা রর. নারীর অধিকারহীনতা ররর. পুরুষ সমাজের নিদারুণ স্বার্থপরতা ও শ্রমকাতর মানসিকতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৯. বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল? ক) বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান খ) কাল্পনিক উপাদান গ) পরাবাস্তববাদ ঘ) প্রাণীবিষয়ক ২০. নিরূপমার বিবাহের সভায় ঋণদাতা মহাজনের উপস্থিত না হওয়ার কারণ- র. অসুস্থতা রর. টাকা না দেয়ার পাঁয়তারা ররর. অভিমান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর ২১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কার লেখা? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) মোতাহের হোসেন চৌধুরী গ) কাজী নজরুল ইসলাম ঘ) সৈয়দ মুজতবা আলী ২২. হযরত মুহম্মদ (স.) কখন সাফা পর্বতের পাশে মানুষের দীক্ষা দিচ্ছিলেন? ক) নবুওত লাভের পর খ) মক্কা বিজয়ের পর গ) হিজরতের পর ঘ) মক্কা বিজয়ের আগে ২৩. ‘করুণরস’ হলো– র. শোকাশ্রিত রর. বিয়োগাশ্রিত ররর. রাগাশ্রিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. ‘তাহাদেরই মতো দীন বসন পরিয়া’- এখানে ‘দীন বসন’ কথাটির অর্থ কী? ক) সামরিক পোশাক খ) ধর্মীয় পোশাক গ) গরিবানা পোশাক ঘ) রাষ্ট্রীয় পোশাক ২৫. কাজী নজরুল ইসলামের সমাধি কোথায়? ক) বাংলা একাডেমিতে খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায় গ) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঘ) চুরুলিয়া গ্রামে ২৬. উপেক্ষিত শক্তি কী আনতে পারে? ক) ভেদাভেদ খ) সাম্প্রদায়িকতা গ) সন্দেহ ঘ) পরিবর্তন ২৭. মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী কোনটি? ক) মক্কা খ) মদিনা গ) জেদ্দা ঘ) রিয়াদ ২৮. পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন? ক) নীরস খ) সরস গ) তিতা ঘ) মিষ্টি ২৯. ‘প্রেম-অপ্রেম নিয়ে বেঁচে আছি’ কোন শ্রেণীর গ্রন্থ? ক) উপন্যাস খ) গল্পগ্রন্থ গ) কাব্যগ্রন্থ ঘ) প্রহসন ৩০. হযরত মুহম্মদ (স.) এর মাজার রয়েছে- ক) মক্কায় খ) মদিনায় গ) তায়েফে ঘ) হেরা পর্বতে ৩১. কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কী? ক) চুরুলিয়া খ) জোড়াসাঁকো গ) কাজির শিমলা ঘ) আসানসোল ৩২. ‘আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম’- উক্তিটি কার? ক) রামসুন্দরের খ) নিরূপমার গ) রাধামাধবের ঘ) রায়বাহাদুরের ৩৩. জাতির মহাজাগরণ ঘটবে- র. মা কালীর আরাধনা করলে রর. ভদ্র সম্প্রদায়ের শুভদৃষ্টির ফলে ররর. ভদ্র সম্প্রদায়ের আত্মোপলব্ধির ফলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. টেনিসনের ‘রিং আউট দি ওল্ড ... রিং ইন দি ট্রু’-এর মাধ্যমে লক্ষ্য করা যায়- ক) নববর্ষ উদ্যাপনের আনন্দের কথা খ) পাশ্চাত্যের নববর্ষ উদ্যাপনের কথা গ) পুনরুজ্জীবনের আনন্দানুভূতির কথা ঘ) নববর্ষের নানা প্রথার কথা ৩৫. নিমগাছের বাহ্যিক উপকারিতা প্রকাশ করে- র. আত্মত্যাগ রর. দায়বদ্ধতা ররর. অসহায়ত্ব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ‘দেশের এই বিরূপ পরিস্থিতিতে কোন ছাত্রের উচিত নয় স্কুলে যাওয়া।’ লেখিকার এই ভাবনা একধরনের- র. প্রতিবাদ রর. দেশপ্রেম ররর. পলায়নপর মনোভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. মমতাদির বরের চাকরি হওয়ার পরও তাকে খুশি হতে দেখা যায়নি। বিষয়টির অভ্যন্তরে যে প্রকৃত সত্য লুকিয়ে ছিল তা হলো- র. শারীরিকভাবে নির্যাতন করে রর. তার স্বামী তাকে ভারোবাসে না ররর. অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (গ) ২. (খ) ৩. (ক) ৪. (ক) ৫. (খ) ৬. (খ) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (গ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ক) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ক)
×