ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং

প্রকাশিত: ০৪:০৮, ৭ জানুয়ারি ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড দরবৃদ্ধির শীর্ষে ছিল। কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৫ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানির ৮ লাখ ৪২ হাজার ২৫৬টি শেয়ার ৭৩১ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ২৪ লাখ ৩১ হাজার ২৩টি শেয়ার ১ হাজার ৭৫১ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার শাহজিবাজার পাওয়ারের এজিএম ৮ ফেব্রুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে আরও জানা গেছে, এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। ওইদিন ফার্মগেটের কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে এই এজিএম অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শাহজিবাজার পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ এবং বাকি ৩ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×