ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ মাসে কৃষি ঋণ বিতরণে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫৭ শতাংশ

প্রকাশিত: ০৪:১৯, ৬ জানুয়ারি ২০১৬

পাঁচ মাসে কৃষি ঋণ বিতরণে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাড়ছে কৃষিঋণ বিতরণ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নবেম্বর) ব্যাংকগুলো ৬ হাজার ১৬৪ কোটি ৯১ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে। যা গত বছরের একই সময়ে ছিল ৫ হাজার ২৮৮ কোটি ২৭ লাখ টাকা। সে হিসেবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আলোচ্য সময়ে ঋণ বিতরণ বেড়েছে ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা বা ১৬ দশমিক ৫৭ শতাংশ। এ সময়ে সরকারী ব্যাংকের চেয়ে বেসরকারী ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণে এগিয়ে রয়েছে। তবে সরকারী, বেসরকারী ও বিদেশী খাতের অন্তত ৫টি ব্যাংক কোন ঋণ বিতরণ করতে পারেনি। চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে সাড়ে ৫ শতাংশ বা ৮৫০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-নবেম্বর এই পাঁচ মাসে ব্যাংকগুলো মোট কৃষিঋণ বিতরণ করেছে ৬ হাজার ১৬৪ কোটি ৯১ লাখ টাকা। যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা বেশি। গেল অর্থবছরের জুলাই-নবেম্বর সময়ে কৃষিঋণ বিতরণ হয়েছিল ৫ হাজার ২৮৮ কোটি ২৭ লাখ টাকা। প্রতিবেদন পর্যালোচনায় আরও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে কৃষিঋণ বিতরণ হয়েছিল মাত্র ৮৬১ কোটি ৯১ লাখ টাকা। যা গেল অর্থবছরে জুলাই মাসের চেয়ে ৪ কোটি ২৬ লাখ টাকা বা ৪ দশমিক ৭১ শতাংশ কম ছিল। কিন্তু আগস্ট ও সেপ্টেম্বর মাসে কৃষিঋণ বিতরণে গতি ফিরেছে। সেই ধারাবাহিকতা নবেম্বরেও বজায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সরকারী আট ব্যাংক কৃষিঋণ বিতরণ করেছে মাত্র ৩ হাজার ১১৬ কোটি ৪৩ লাখ টাকা। যা ব্যাংকগুলোর পুরো অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। চলতি অর্থবছরে কৃষিতে সরকারী ব্যাংকগুলোর কৃষিঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ২৯০ কোটি টাকা। অন্যদিকে, এ সময়ে বেসরকারী ও বিদেশী ব্যাংকগুলো মিলে কৃষিঋণ বিতরণ করেছে ৩ হাজার ৪৮ কোটি ৪৮ লাখ টাকা। যা ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রার ৪২ দশমিক ৮৮ শতাংশ। চলতি অর্থবছরে বেসরকারী ও বিদেশী ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ১১০ কোটি টাকা। প্রতিবেদনে আরও দেখা যায়, নবেম্বর মাসে বিদেশী খাতের ৪টি ও বেসরকারী খাতের ১টি ব্যাংক কোন ঋণ বিতরণ করতে পারেনি। শূন্য ঋণ বিতরণ করা ব্যাংকের তালিকায় রয়েছে- ফারমার্স ব্যাংক, ব্যাংক আল ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তন। চলতি অর্থবছরেও ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম আড়াই শতাংশ কৃষি ও পল্লী খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংকগুলোর জন্য এ হার ৫ শতাংশ।
×