ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএসসিতে উত্তীর্ণ ১৯ ছাত্র নবম শ্রেণীতে ভর্তির ‘অযোগ্য’

প্রকাশিত: ০৪:০৪, ৬ জানুয়ারি ২০১৬

জেএসসিতে উত্তীর্ণ ১৯ ছাত্র নবম শ্রেণীতে ভর্তির ‘অযোগ্য’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর সেন্ট যোসেফস হাই স্কুল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ১৯ ছাত্রকে ওই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সুযোগ দেয়া হচ্ছে না। জিপিএ- ৪-এর নিচে রেজাল্ট করায় তাদের উক্ত স্কুলে পড়ালেখার ‘অযোগ্য’ বলে বিবেচনা করছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রদের অভিভাবকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, খুলনার সেন্ট যোসেফস হাই স্কুল থেকে ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় ২৩০ জন ছাত্র অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়। এদের মধ্যে ১৯ জন ছাত্রের রেজাল্ট জিপিএ-৪-এর নিচে। বিগত বছরগুলোতে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রকে নবম শ্রেণীতে ভর্তি করা হলেও এবার ভর্তি করা হচ্ছে না। ভর্তি হতে গিয়ে ফিরে আসা এক ছাত্রের অভিভাবক ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র নিজাম উদ্দিন বলেন, তার ছেলে জিপিএ-৪ এর নিচে ফল করায় তাকে ভর্তি করা হচ্ছে না। তিনি বলেন, কোন না কোন কারণে ফল খারাপ হতে পারে। এজন্য নবম শ্রেণীতে ভর্তি না করাটা অযৌক্তিক। আর এক ছাত্রের অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তার ছেলে ভর্তি পরীক্ষা দিয়ে ওই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে লেখা পড়া করে আসছ। ফল খারাপ হওয়ার জন্য তার স্কুলের শিক্ষককরাই দায়ী। প্রকাশিত খবর নিয়ে পার্বতীপুরে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৫ জানুয়ারি ॥ গত ২৫ ডিসেম্বর /১৫ তারিখে দৈনিক জনকণ্ঠে পার্বতীপুরে রাজাকারদের দেয়া হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা শিরোনামে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ করেছে লাল মুক্তিবার্তায় নাম না থাকা মুক্তিযোদ্ধারা। তাদের মধ্যে ৬০/৭০ মুক্তিযোদ্ধা রেজাউল করিমের নেতৃত্বে সোমবার রাত ৮টায় পার্বতীপুর পাবলিক স্কুলে সংবাদ সম্মেলন করে জনকণ্ঠে প্রকাশিত রিপোর্ট মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও অযৌত্তিক আখ্যায়িত করে বলেন, প্রকাশিত রিপোর্টে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেছেন, শহিদুল হকের নেতৃত্বে জহুরুল হক, তরনীকান্ত রায়, তহুবার রহমান, হাফিজুর রহমান, আঃ সালাম, আমিনুল ইসলামসহ অন্যান্য মুক্তিযোদ্ধা মিথ্যা তথ্যের ভিত্তিতে ইতোপূর্বে পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। উল্লেখ্য, জনকণ্ঠে প্রকাশিত রিপোর্টে ছিল পার্বতীপুর সমাজসেবা অধিদফতরের সূত্রমতে লাল মুক্তিবার্তায় নাম লিপিবদ্ধ না থাকায় ১৭৬ কথিত মুক্তিযোদ্ধা তিনশ’ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ভাতা তুলছেন। শর্তারোপ হয়েছে, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে সঠিক কাগজপত্র জমা দিতে না পারলে উত্তোলিত পুরো টাকা তারা ফেরত দেবে।
×