ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শরণার্থীদের ফুটেজ ব্যবহার নিয়ে নতুন বিতর্ক

নির্বাচনী প্রচারে ট্রাম্পের প্রথম টিভি বিজ্ঞাপন

প্রকাশিত: ০৩:৫৮, ৬ জানুয়ারি ২০১৬

নির্বাচনী প্রচারে ট্রাম্পের প্রথম টিভি বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সোমবার তার নির্বাচনী প্রচারের জন্য প্রথম টিভি বিজ্ঞাপন প্রকাশ করেছেন। বিজ্ঞাপনে মরক্কোর ভেতরে স্পেনের একটি স্বায়ত্তশাসিত ছিটমহল থেকে শরণার্থীদের পালিয়ে যাওয়ার একটি ফুটেজ ব্যবহার করায় ফের নতুন বিতর্ক শুরু হয়েছে। খবর এএফপির। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটি মঙ্গলবার থেকে আইওয়া ও নিউহ্যাম্পশায়ারে প্রচারিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে আইওয়াতে ১ ফেব্রুয়ারি প্রথম ভোট অনুষ্ঠিত হবে এবং এর আটদিন পরে নিউ হ্যাম্পশায়ারে ভোট অনুষ্ঠিত হবে। বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধে ট্রাম্পের দাবি গুরুত্ব পেয়েছে। এর পাশাপাশি তিনি জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) গুঁড়িয়ে দিতে এবং মেক্সিকো থেকে অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধ করারও অঙ্গীকার করেছেন। গত মাসে ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনো হত্যাকা-ে জড়িত মুসলিম দম্পতি আইএসে অনুপ্রাণিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞাপনে এক পুরুষ ধারাভাষ্যকার বলেন, অন্য রাজনীতিকরা এটিকে অন্য কিছু মনে করতে পারেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটিকে ইসলামী মৌলবাদী সন্ত্রাসবাদ বলেছেন। এজন্যই তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন। তিনি দ্রুত আইএসের মাথা কেটে তাদের তেল নিয়ে আসবে। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধে আমাদের দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বেড়া নির্মাণ করবেন। আর এজন্য অর্থ প্রদান করবে মেক্সিকো। এ সময় এক ফুটেজে দেখানো হয় যে, শত শত শরণার্থী সীমান্ত পার হচ্ছে। তবে সত্য অনুসন্ধানী একটি মার্কিন ওয়েবসাইট পলিটিফ্যাক্ট এই বিজ্ঞাপনকে ‘প্যান্টস অন ফায়ার’ বা ‘মিথ্যা’ রেটিং দিয়েছে। ওয়েবসাইটটি বলেছে, এই ফুটেজ মেক্সিকো-মার্কিন সীমান্তের নয়।
×