ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুল-মিলির ‘গল্পটা অন্যরকম হতেই পারতো’

প্রকাশিত: ০৩:৩৩, ৫ ডিসেম্বর ২০১৫

শিমুল-মিলির ‘গল্পটা অন্যরকম  হতেই পারতো’

সংস্কৃতি ডেস্ক ॥ মনির খান শিমুল ও ফারহানা মিলি অভিনীত বিশেষ টেলিফিল্ম ‘গল্পটা অন্যরকম হতেই পারতো’। ইসরাফিল বাবুর রচনায় টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। টেলিফিল্মটি আজ বেলা ২-৩৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে, খুব ভোরে হাতে লাগেজসহ সুমি বাসা থেকে বের হয়ে রিক্সায় ওঠে। অন্যদিকে জিতু অস্থির হয়ে রাস্তায় সিএনজি বা ক্যাব খুঁজছে। জিতু একটা হলুদ ক্যাব নিয়ে হাজির হয় যাত্রীছাউনির সামনে। ক্যাবচালক রেজোয়ান বুঝতে পারে তারা বাড়ি থেকে পালিয়েছে। পাত্রপক্ষ সুমিকে দেখতে আসার কথা। জিতু সুমিকে নিয়ে যায় শালবনের এক বাংলোয়। এখানে তারা বিয়ে করবে। সুমিকে বাংলোয় রেখে জিতু বের হয় বিয়ের শাড়ি আর কাজি ডেকে আনতে। ক্যাবচালক ওদের নামিয়ে দিয়ে ঢাকায় চলে আসার পথে গাড়িতে একটি মোবাইল ফোন পায়। মোবাইলটি ফেরত দেয়ার উদ্দেশে রেজোয়ান আবার বাংলোর দিকে রওনা হয়। ঘটনা মোড় নেয় অন্যদিকে। মনির খান শিমুল ও ফারহানা মিলি ছাড়াও, এতে আরও অভিনয় করেছেনÑ নাঈম, খায়রুল আলম সবুজ, শর্মিলী আহমেদ, স্নেহা, নয়ন, দুখু সুমন প্রমুখ।
×