ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে নতুন বাণিজ্য সম্ভাবনা

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ নভেম্বর ২০১৫

মিয়ানমারে নতুন বাণিজ্য সম্ভাবনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরে আসায় নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছে বন্দরনগরীর ব্যবসায়ীরা। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে বলেও মনে করছে তারা। তবে বিশ্লেষকরা বলছেন, এজন্য খুব দ্রুত উদ্যোগ নিতে হবে সরকারকে। ১৯৯৫ সালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য চুক্তির পর থেকেই শুরু হয় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি। পেঁয়াজ, বিভিন্ন রকমের ডাল, মাছ আর কাঠের মতো পণ্য কম দাম এবং পরিবহন সুবিধাজনক হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ীরা আমদানিতে মিয়ানমারকেই প্রাধান্য দিয়েছিল। তবে বিগত সময়ে সে দেশে সামরিক শাসনে বিভিন্ন বিধিনিষেধে চাইলেও এই বাণিজ্যিক কার্যক্রম খুব বেশি বাড়ানো যায়নি। সম্প্রতি মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ফিরে আসাকে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি সুযোগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এজন্য পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আরও কাজ করতে হবে বলেও মন্তব্য তাদের। ব্যবসায়ীরা আরও বলছে, দুই দেশের সম্পর্ক জোরালো হলে আমদানি সহজ হওয়ার পাশাপাশি সে দেশের বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশও সহজ হবে।
×