ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টরন্টো উৎসবে কুমার বিশ্বজিত এবং চন্দন সিনহা

প্রকাশিত: ০৭:৩৯, ১২ নভেম্বর ২০১৫

টরন্টো উৎসবে কুমার বিশ্বজিত এবং চন্দন সিনহা

প্রবাসীদের আমন্ত্রণে আগামী ২১ এবং ২২ নবেম্বর কানাডার টরন্টোতে বাংলাদেশ ফেস্টিভ্যাল এ অংশগ্রহণ করতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দন সিনহা এবং কুমার বিশ্বজিত। ভিক্টোরিয়া পার্ক এবং লরেন্সে অনুষ্ঠিতব্য এই মিলনমেলায় গান পরিবেশন করবেন তারা। দেশের এই দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছাড়াও সেখানে অংশ নেবেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আধুনিক গানের শিল্পী শিরিন চৌধুরী, শিল্পী নিলুফার বানু শিশির, ছড়াকার লুৎফর চৌধুরী রিটন, কবি আসাদ চৌধুরী, কবি রফিক আজাদসহ অনেকে। একই অনুষ্ঠানে বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি, লেখক ইকবাল হাসান এবং চিত্রশিল্পী সৈয়দ ইকবালকে সংবর্ধনা দেয়া হবে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দন সিনহা এই ব্যাপারে জনকণ্ঠকে বলেন, ‘এটা আসলে আমার জন্য অনেক আনন্দের। প্রবাসীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাদের জন্য গান করতে পারলে সব সময়ই ভাল লাগে। তবে এবার কুমার বিশ্বজিতও আছেন। একটা ভাল শোর আশা করছি।’ উল্লেখ্য, কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলা মেইলের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। আনন্দকণ্ঠ ডেস্ক
×