ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাদরি ঘটনার দায় কেন্দ্রীয় সরকারের নয় ॥ মোদি

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ অক্টোবর ২০১৫

দাদরি ঘটনার দায় কেন্দ্রীয় সরকারের নয় ॥ মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাতকারে জানিয়েছেন, তিনি দাদরি ঘটনা সমর্থন করেন না। ঘটনার দায় তার সরকারের নয়। তিনি বলেন, দাদরি ঘটনা বা পাকিস্তানী গজল সম্রাট গুলাম আলীর অনুষ্ঠানের বিরুদ্ধাচারণের ঘটনা দুঃখজনক, অনভিপ্রেত। এই ঘটনায় সরকারের কোন দায় নেই। খবর আনন্দবাজার পত্রিকার। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদকের সঙ্গে কথা প্রসঙ্গে বিরোধী দলের সব অভিযোগ অস্বীকার করে মোদি বলেন, বিজেপি কখনও এ ধরনের ঘটনা সমর্থন করে না। এগুলোকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে বিরোধীরা আসলে রাজনীতির মেরুকরণ করছেন। তিনি দাবি করেন, সেই দলগুলোই এ বিষয়ে প্রচার শুরু করেছে যারা সংখ্যালঘুর উন্নয়ন চায় না বরং তাদের ভোটব্যাঙ্ক হিসেবে দেখতে চায়। তিনি বলেন, অতীতেও এ বিতর্ক হয়েছে। বিজেপি চিরকাল মেকি ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেছে। আজ এ দুঃখজনক সামাজিক ব্যাধির মুখোমুখি হয়ে আবার সেই বিতর্ক উঠে এসেছে। আলাপ-আলোচনার মাধ্যমে এ বিতর্ক নিরসন সম্ভব।
×