ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গোলাপি ডলফিন

প্রকাশিত: ০৬:৫৭, ১০ সেপ্টেম্বর ২০১৫

গোলাপি ডলফিন

লুইসিয়ানার একটি নদীতে হঠাৎ দেখা গেল বিরল গোলাপি ডলফিন। ২০০৭ সালে ক্যাপ্টেন এরিক রু দেখতে পেয়েছিলেন এমন ডলফিন। আদর করে নাম রাখা হয়েছিল পিঙ্কি। পিঙ্কি এখন পূর্ণবয়স্ক। পিঙ্কির শরীরের রং ১০০ শতাংশ গোলাপি। মেরিন বায়োলজিস্টরা মনে করেন এ্যালবিনো হওয়ার কারণেই পিঙ্কির রং গোলাপি। Ñজিনিউজ বিরল গ-ার শাবক বিলুপ্তপ্রায় জাভান প্রজাতির তিনটি গ-ার শাবক অবশেষে বিশ্বে বিরল প্রকৃতির এই প্রাণীর অস্তিত্ব সঙ্কট দূর করবে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক বছরে এই প্রজাতির গ-ারের সংখ্যা ধীরে ধীরে কমে আসছিল। ইন্দোনেশিয়ার একটি জাতীয় উদ্যান থেকে সম্প্রতি এই তিন শাবকের ছবি তোলা হয়। গত বছর জন্ম নেয়া তিনটি গ-ার শাবকের মধ্যে একটি স্ত্রী ও দুইটি পুরুষ। Ñএএফপি
×