ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অসদুপায় অবলম্বনের দায়ে জিলানী পুত্রের ডিগ্রী বাতিল

প্রকাশিত: ০৬:৩০, ২৯ জুন ২০১৫

অসদুপায় অবলম্বনের দায়ে জিলানী পুত্রের ডিগ্রী বাতিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা জিলানীর বড় ছেলে আব্দুল কাদির জিলানীর স্নাতক ডিগ্রী শনিবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বাতিল করেছে। এছাড়া অপর ২৬ জনের ডিগ্রীও বাতিল করা হয়েছে। এক কেন্দ্রের পরীক্ষার্থী হয়ে অন্য কেন্দ্র থেকে পরীক্ষা দেয়া এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর ডন ও ইন্টারন্যাশনাল দ্য নিউজ অনলাইনের। ২০০৫-০৬ সালে পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বন করার দায়ে আব্দুল কাদিরকে প্রথম অভিযুক্ত করা হয়। সনদ বাতিল করার সিদ্ধান্তটি নতুন করে শুরু হওয়া তদন্তের ভিত্তিতে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটি সিন্ডিকেট দু’বছর আগে তদন্ত শুরু করে।
×