ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীকে লাঞ্ছিত করায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৪৯, ১৩ মার্চ ২০১৫

ব্যবসায়ীকে লাঞ্ছিত  করায় পুলিশের  বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বাংলাবাজারে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। তারা বাংলাবাজার চৌরাস্তার সড়কটি আধাঘণ্টা অবরোধ করে রাখেন। পরে উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ব্যবসায়ীরা সড়ক অবরোধ তুলে নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সদরঘাট এলাকার এক ব্যবসায়ী নেতাকে লাঞ্ছিত ও অপমানের জের ধরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে পুরানো ঢাকার সুত্রাপুর থানাধীন বাংলাবাজার চৌরাস্তা মোড়ের অস্থায়ী পুলিশ চেকপোস্টে সদরঘাট গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী কুদ্দুসকে অপমান ও লাঞ্ছিত করে কয়েক পুলিশ। পরে হাজী কুদ্দুস বিষয়টি সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যদের জানালে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে রাস্তা নেমে আসেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার পর্যন্ত তারা বাংলাবাজার চৌরাস্তায় সড়কটি অবরোধ করে রাখে। এতে সদরঘাট এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশের ওয়ারী জোনের এডিসি মইনুল ইসলাম, মেহেদী হাসান, এসি নুরল আমিন ও সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে ব্যবসায়ীরা সড়ক অবরোধটি তুলে নেন। দুপুর সোয়া ১২টার দিকে সদরঘাট গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে উর্ধতন পুলিশের বৈঠকে বসেন। বৈঠক শেষে এডিসি মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সদরঘাট গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি রাইসুল ইসলাম জানান, বৈঠকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।
×