ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নকল ওষুধ তৈরি করে ধর্নাঢ্য

প্রকাশিত: ০৬:৪৯, ৯ ডিসেম্বর ২০১৪

নকল ওষুধ তৈরি করে ধর্নাঢ্য

স্টাফ রিপোর্টার ॥ রুলাক, এমিথাইজিন, রাইনোজল, টেটাগ্রাম, ও এ্স্টাকর । এ সবই খুব দামী ওষুধ। হার্ট, ক্যান্সার, ধুনষ্টংকারের মতো ব্যাধির ওষুধ এসব। বেশিরভাগই এন্টিবায়োটিক। বাজারে চাহিদাও অনেক। ফার্মেসিতে রাখলেই চলে। এটা আকবর হোসেন ভাসানী (৪০) ভাল করেই জানেন। তাই তিনি নিজেই প্রস্তুত করতেন এ জাতীয় ওষুধ। বাজারে বিক্রিও করতেন অনায়াসে। তাতে পাওয়া যেত কাঁচা পয়সা। স্বল্প সময়েই এ পথে বনে যান ধনাঢ্য। কিন্তু বেশি দিন চালাতে পারেননি নকলের এ রমরমা বাণিজ্য। বছর দুয়েকের মাথায় সোমবার তিনি ধরা পড়েন র‌্যাবের অভিযানে। রাজধানীর বংশাল থানা সংলগ্ন ৫৬ /২ কেপি ঘোষ লেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা নেতৃত্বে একটি টিম। ঘণ্টাব্যাপী এ অভিযানে সময় আকবর হোসেন ভাসানী বাসাতেই অবস্থান করছিলেন। ধরার পর তাকে তাৎক্ষণিক দু’বছরের সাজা দেয়া হয়। জরিমানা করা হয় এক লাখ টাকা। র‌্যাব জানায়, ভাসানী গত দু’বছর ধরে এ ভেজাল ওষুধের ব্যবসা করে আসছেন। তাঁর বাসা যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে। সেখানে তার পরিবার থাকে। তবে তিনি মাকে নিয়ে বংশার্ল্ এেই বাসায় ভাড়ায় ওঠেন মাস তিনেক আগে। বাড়িটির মালিক আবু সাইদ।
×