ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

গলাচিপায় বেড়িবাঁধে ধস, ৪ গ্রাম হুমকিতে 

স্টাফ রিপোর্টার, গলাচিপা

প্রকাশিত: ২০:৩২, ২৬ মে ২০২৪

গলাচিপায় বেড়িবাঁধে ধস, ৪ গ্রাম হুমকিতে 

বেড়িবাঁধে ধস।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫৫/১ পোল্ডারের বিবিরহাওলা গ্রামে অন্তত ২০০ মিটার জুড়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে ধস নেমেছে আগুনমুখা নদীর পানির প্রবল তোড়ে, যা সন্ধ্যায় আরো ভয়ংকর রূপ নিয়েছে। 

ঘূর্ণিঝড় রেমেল এর আঘাতে রাতে বিবিরহাওলা, বাঁশতলা, সেনেরহাওলা ও গুপ্তেরহাওলা এই চারটি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবস্থার ভয়াবহতা দেখে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ঘটনাস্হলে পৌঁছে গ্রামবাসীদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা শুরু করেছেন এবং বাঁধ রক্ষায় মাটি দেয়ার কাজ তত্ত্বাবধান করছেন।
 
এদিকে, একই নদীর পানির তোড়ে একই পোল্ডারের দক্ষিণ বোয়ালিয়া স্লুইসগেটের পশ্চিম পাড়েও ভাঙন দেখা দিয়েছে। এতে কমপক্ষে ১০০ মিটার প্লাবিত হয়েছে। ডাকুয়া তেতুলতলা এলাকার বেড়িবাঁধেও ধস নেমেছে।

এম হাসান

×