ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ 

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম  

প্রকাশিত: ১৮:০৫, ২৫ এপ্রিল ২০২৪

ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ 

মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

রেলের সেকশনভিত্তিক রেয়াত বাতিল ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কুড়িগ্রাম রেলস্টেশনে গণ কমিটির আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন প্রভাষক আব্দুল কাদের।  

বক্তব্য দেন রেল নৌ পরিবেশ গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি কলামিস্ট নাহিদ হাসান, জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ প্রমুখ। 

বক্তরা বলেন, সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রামবাসীকে একদিকে রাজধানীর সঙ্গে দূরত্বের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে এখন থেকে বাড়তি ভাড়াও গুণতে হবে তাদের। 

পুরো রংপুর বিভাগকে নাটোর, চাটমোহর ঘুরে আসতে হয়। বগুড়া-সিরাজগঞ্জ লাইন চালু হলে কমে আসতো বাড়তি ১২২ কিলোমিটার পথ। এই অবস্থায় ট্রেনের ভাড়া বাড়ানো অযৌক্তিক মনে করে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানান তারা। স্থানীয় জনগণ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন।

জানা গেছে, ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫১০ ও ৯৭২ টাকা থেকে বেড়ে হবে যথাক্রমে ৬৪৫ ও ১২৩৭ টাকা।
 

 

এসআর

×