ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

তীব্র তাপপ্রবাহে

উপকূলীয় উপজেলা অঞ্চলে বেড়েছে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট রোগী

প্রকাশিত: ১৭:২৯, ২৪ এপ্রিল ২০২৪

উপকূলীয় উপজেলা অঞ্চলে বেড়েছে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট রোগী

হাসপাতালে রোগী

মোংলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে পুড়ছে উপকূলীয় উপজেলা। তীব্র গরমে অতিষ্ঠ এখানকার জনজীবন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ৪৩%। তবে তীব্র তাপপ্রবাহে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ।  ঠিকমত কাজ করতে পারছেন না দিনমজুরেরা।

তীব্র তাপপ্রবাহে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্করা। মোংলা হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছেন বয়স্ক ও শিশু রোগীরা।
 
তবে বয়স্কদের তুলনায় বেশি আসছে শিশুরা। নিউমোনিয়া প্রকোপ সাধারণত শীতে বাড়লেও এবার তীব্র গরমের কারণে বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শহিদ

×