ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভোট দিলেন সমাজকল্যাণ মন্ত্রী 

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশিত: ১২:৫০, ৭ জানুয়ারি ২০২৪; আপডেট: ১২:৫৭, ৭ জানুয়ারি ২০২৪

ভোট দিলেন সমাজকল্যাণ মন্ত্রী 

ভোট দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। 

রবিবার সকাল ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলার কাশীরাম দাখিল মাদ্রাসায় তুষভান্ডার ইউনিয়নে নিজ গ্রামে  কেন্দ্রে তিনি ভোট দেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ  তাঁর বাবা প্রয়াত আলহাজ্ব করিম উদ্দিন  কবর জিয়ারত করেন। 

আরও পড়ুন : নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট দেওয়া শেষে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সাংবাদিকদের  জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের জন্য দেশের মানুষ অপেক্ষা করে। 

ঈদের আনন্দের মতোই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয়ী করবে।

এসআর

×