ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,পাবনা

প্রকাশিত: ১৪:৪৮, ১ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৪:৫০, ১ ডিসেম্বর ২০২২

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

পাবনা জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু

বিস্ফোরক মামলায় পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেফতার  করেছে পুলিশ। পাবনার সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান বুধবার রাত ৮টার দিকে পাবনা শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। গত ২০ নবেম্বর বিকেলে শহরের খেয়াঘাট এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে  কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। পরদিন নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিয়োগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৭ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার দাবি করেছেন সেদিনের ককটেল বিস্ফোরণের অভিযোগ মিথ্যা ও সাজানো। আর সে মিথ্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেফতার করা হয়েছে।  তাঁর দাবি ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারেন সেজন্য এ মামলা করা হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গ্রেফতারের ঘটনায় নেতাকর্মীদেও মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টিএস

সম্পর্কিত বিষয়:

×