ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও একটি হাতির মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত: ১১:৩০, ১ ডিসেম্বর ২০২২

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও একটি হাতির মৃত্যু 

হাতি রংমালা

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের পুরুষ হাতি সৈকত বাহাদুরের মৃত্যুর পর নারী হাতি রংমালা মারা গেছে। এই সাফারি পার্কে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি হাতির মৃত্যু ঘটলো। 

গত সোমবার বিকেলে হার্ট অ্যাটাকে পুরুষ হাতি সৈকত বাহাদুর মারা যাওয়ার পর গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বয়সের ভারে নুয়ে পড়া নারী হাতি রংমালা মারা গেছে। রংমালার বয়স প্রায় ৮৬ বছর বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে। 

সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম জানান, বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালা দুই বছর ধরে অসুস্থ ছিল। এজন্য একাধিক সময় মেডিক্যাল টিম গঠন করে বিশেষায়িত চিকিৎসা দেয়া হয়। 

পার্কের একটি ভিডিও চিত্রে দেখা যায়, বুধবার বিকেলে রংমালা মাটিতে লুটিয়ে পড়ার পর পার্ক কর্মীদের প্রচেষ্টায় রংমালাকে দাঁড় করানোর কয়েক মিনিটের মধ্যে পুনরায় লুটিয়ে পড়ে মৃত্যু ঘটে। 

পার্কের ভেটেরিনারী সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এটি মারা যায়। ময়না তদন্তের পর হাতির দেহাবশেষ পার্ক অভ্যন্তরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। 

পার্কের তত্ত্বাবধায়ক আরও বলেন, বর্তমানে ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবক যমুনাসহ ছোট-বড় চারটি হাতি রয়েছে। হাতি মৃত্যুর বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×