ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় শ্লীলতাহানি মামলায় অধ্যক্ষের ১০বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ জুলাই ২০১৯

  কুষ্টিয়ায় শ্লীলতাহানি মামলায় অধ্যক্ষের ১০বছর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় একই কলেজের অধ্যক্ষের ১০ বছর কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম চৌধুরী নুরুদ্দিন মোঃ সেলিম ওরফে সজল চৌধুরী (৫২)। তিনি কুষ্টিয়ার সৈয়দ মাছ-উদ-রুমী কলেজের অধ্যক্ষ এবং শহরের মিলপাড়ার বাসিন্দা চৌধুরী আব্দুল আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাছ-উদ-রুমী কলেজের মহিলা কমন রুমের ওয়াস রুম থেকে বেরহবার সময় কলেজের অধ্যক্ষ আসামি চৌধুরী নুরুদ্দিন মোঃ সেলিম ওরফে সজল চৌধুরী জোর পূর্বক ওই শিক্ষিকার শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দঃবিঃ ১০ ধারায় অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৩ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করা হয়। বিজ্ঞ আদালতে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে ১০ বছর কারাদন্ডসহ ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
×