ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হরতালের আঁচ লাগেনি রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৩:৫৪, ৭ জুলাই ২০১৯

হরতালের আঁচ লাগেনি রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালে রাজশাহীতে কোনো আঁচ লাগেনি। রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক ছিলো। রবিবার সকাল থেকেই যথানিয়মে বাস, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। রাজশাহী মহানগরীর দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিলো। তবে হরতালের সমর্থনে নগরীতে জনা কয়েক লোক নিয়ে একটি মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। আজ রবিবার সকালে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার এলাকায় সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় খন সিপিবির রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদের রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন। এদিকে হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দফতরের সামনে থেকে মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় ছাত্রজোটের নেতাকর্মীরা। এসময় হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে একঘণ্টা পর পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে চলে আসেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
×