ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে আট পৌরসভায় নির্বাচনী প্রচারনা তুঙ্গে

প্রকাশিত: ২২:১৫, ১৯ ডিসেম্বর ২০১৫

টাঙ্গাইলে আট পৌরসভায় নির্বাচনী প্রচারনা তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল। “ভোটের আগে ভাই-ভাই, ভোটের পরে নাই-নাই, হিন্দু-মুসলিম ভাই-ভাই মাদকমুক্ত সমাজ চাই।” এমন মন্তব্য করে ভোটার জিল্লুর রহমান বলেন, প্রতিবার ভোট এলে আমাদের অনেক কদর বাড়ে। কিন্তু ভোটের পর আর কোন খবর থাকে না। তারপরও ভোট অনেক আনন্দের। এবার প্রার্থীকে বুঝেই যোগ্য ব্যক্তিকে ভোট দিব। পৌরসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠছে। এখন রীতিমত ভোটজ¦রে আক্রান্ত পৌর এলাকাগুলোর পাড়া-মহল্লা আর মোড়ের বাজার ও চা’র স্টলগুলো। সবখানেই এখন ভোটের হাওয়া। বিভিন্ন প্রতিশ্রুতি, শ্লোগান ও ওয়াদা করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। নির্বাচনী এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের সাদা-কালো বাহারি সাইজের পোস্টারে। সেই সাথে মাইকের প্রচারনা।
×