ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় হচ্ছে শরীয়তপুরে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

প্রকাশিত: ০১:৫০, ১০ এপ্রিল ২০২০

জনপ্রিয় হচ্ছে শরীয়তপুরে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর ॥ “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর নিকট যাবে ডাক্তার” এই শ্লোগান সামনে রেখে বৃহস্পতিবার থেকে শরীয়তপুর শুরু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা টিমের পরিচালক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন জানান, ডাঃ শরীফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ চিকিৎসক টিম ইতোমধ্যে সদর উপজেলার আংগারিয়া, রুদ্রকর, চিতলিয়া, পালং, তুলাসার, বিনোপুর ও চন্দ্রপুর ইউনিয়নের রোগীর বাড়ি বাড়ি গিয়ে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। গরীব রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। এছাড়াও আলহাজ¦ এডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার থেকে জাজিরা উপজেলার বিভিণœ গ্রামে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর আগে এলাকায় মাইকিং করে ডাক্তারের মোবাইল নম্বর দেয়া হয়। রোগীরা উক্ত মোবাইল নম্বরে কল করলেই ডাক্তার তার বাড়িতে গিয়ে হাজির হচ্ছে। বেশ জনপ্রিয়তা পাচ্ছে এ মোবাইল/ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। গরীব রোগীদের দেয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ। সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের তুলাতলা গ্রামের মনিরা বেগম জানান, শরীরের অসুস্থ্যতা নিয়ে হাসপাতালে যেতে কিছুটা ভয় পেয়েছিলেন। কিন্তু বাড়িতে ডাক্তার এসে চিকিৎসা প্রদান করায় এখন তিনি সুস্থ। বেজায় খুশি তিনি। ফ্রি ভ্রাম্যমাণ এই চিকিৎসা সেবা রোগীর নিকট জনপ্রিয় হওয়ায় দেশে মডেল হতে পারে এটি। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য সহায়তার পাশাপাশি আমরা চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি। করোনার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অনেকের বিভিন্ন ধরনের অসুখ থাকতে পারে। তাই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান করলে মানুষ কিছুটা হলেও উপকার পাবে।
×