ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোমকোয়ারেন্টাইন শেষে বেশির ভাগই সুস্থ

প্রকাশিত: ১২:০৯, ৯ এপ্রিল ২০২০

হোমকোয়ারেন্টাইন শেষে বেশির ভাগই সুস্থ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় দেশের বিভিন্ন জেলায় কোয়ারেন্টাইনে থাকার পর যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের বেশিরভাগকে বুধবার ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে বিভিন্ন জেলায় নতুন করে অনেককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং অনেককে আইসোলেশনে নেয়া হয়েছে। আবার অনেকের দেহে করোনা নেগেটিভ পাওয়া গেছে। সন্দেহভাজন অনেক রোগীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কক্সবাজার মেডিক্যালে স্থাপিত আইইডিসিআর ল্যাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। বুধবার দেখা গেছে এতে সবগুলোই নেগেটিভ। গাইবান্ধায় বুধবার নতুন করে করোনা আক্রান্ত সন্দেহে ২৪ ঘণ্টায় ১৬৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের সংক্রমণের কোন প্রমাণ না পাওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে। সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার ৯৪ জনের নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। সিলেট ওসমানী মেডিক্যালে ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য হবিগঞ্জ থেকে ২৭ জনের নমুনা পাঠানো হয়েছে। বুধবার সকালে ৩২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে আইসোলেশনে নেয়া হয়েছে। তার কাছাকাছি যারা ছিলেন এমন চিকিৎসক, নার্সসহ কিশোরীগঞ্জ উপজেলার ২৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঠাকুরগাঁওয়ে দেহে করোনার লক্ষণ বিদ্যমান থাকায় ঠাকুরগাঁও জেলার আরও দশজন অসুস্থ ব্যক্তির নমুনা রংপুর মেডিক্যাল ল্যাবে পাঠানো হয়েছে। এরা কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও সামান্য শ্বাসকষ্টে ভুগছিলেন। কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। ঢাকার সাভারে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ১৪৫ জন প্রবাসীর মধ্যে ১২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২০ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। রাজশাহীতে জ্বর-সর্দি ও কাশি নিয়ে রাজশাহীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে আইসোলেশনে থাকা চার রোগী করোনাভাইরাসে আক্রান্ত নন। বরগুনার পাথরঘাটা উপজেলায় দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আইসোলেশন বিভাগে রাখেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ। বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আরো ৩ জন রোগী আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ৪ জনকে আইসলেশন হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। কুড়িগ্রামে করোনা সন্দেহে এখন পর্যন্ত ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও রিপোর্ট পাওয়া গেছে মাত্র ৩ জনের। নওগাঁ জেলায় নমুনা পরীক্ষায় ১৬ জনের ফলাফল নেগেটিভ হওয়ার পর গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×