ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটের আক্কেলপুরের তিন বাড়ি লকডাউন

প্রকাশিত: ০৫:৪৯, ৮ এপ্রিল ২০২০

জয়পুরহাটের আক্কেলপুরের তিন বাড়ি লকডাউন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে জয়পুরহাটের বাড়িতে আসা এক গার্মেন্টস শ্রমিক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং তার বাড়িসহ ৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া জানান, এক গার্মেন্টস শ্রমিক নারায়নগঞ্জ থেকে ৩ দিন আগে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর তার গ্রামে বাড়িতে আসে। খবর পেয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ করোনায় আক্রান্ত সন্দেহ ভাজন ওই যুবককে এনে গোপিনাথপুর ইন্সষ্টিটিউ অব মেডিক্যাল টেকনোলজীর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আইসোলেশনে ভর্তি করে দেয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। প্রশসন ওই যুবকের বাড়িসহ পাশের ৩টি বাড়ি লক ডাউন করে দেয়। তিনি আরো জানান লকডাউনকৃত ওই ৩ বাড়িতে খাদ্যসহ প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় সন্দেহ ভাজন ৮জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পূর্বে যে ২৮ জনের নমুনা পাঠানো হয়েছিলো তাদের সকলের পরীক্ষায় নেগেটিভ এসেছে।
×