ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে লকডাউন নিশ্চিতে পুলিশের গুলিতে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০১:৫৩, ৬ এপ্রিল ২০২০

ফিলিপাইনে লকডাউন নিশ্চিতে পুলিশের গুলিতে বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনে করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা অমান্যকারী একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সম্প্রতি দেশটির আগুসান দেল নর্তে প্রদেশের নাসিপিত শহরে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরের করোনা ভাইরাস চেক পয়েন্টে ৬৩ বছর বয়সী একজনকে আটকানো হলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে কর্মকর্তা ও পুলিশকে তিনি হুমকি দিতে থাকেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। তিনি পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বাজে মন্তব্য ও হুমকি দিচ্ছিলেন। এদিকে, সরকারি ত্রাণের জন্য লকডাউন অমান্য করে রাজধানী ম্যানিলায় বস্তিতে বিক্ষোভ হয়। সেসময় পুলিশ তাদের ঘরে ফেরার নির্দেশ দিলেও তারা প্রত্যাখান করেন। ওইসময় ২১ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পরই লকডাউনের নির্দেশ না মানলে গুলি করে মারা হতে পারে সতর্ক করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
×